promotional_ad

দর্শকশুন্য স্টেডিয়ামে শুরু হচ্ছে আরেকটি সিরিজ

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইংল্যান্ড এবং পাকিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়েছে মাত্র তিন দিন আগে। এর মধ্যে আবারো ক্রিকেটে ব্যস্ত হয়ে পড়তে হচ্ছে ইয়ন মরগানদের দলকে।


অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আজ মাঠে নামছে স্বাগতিক ইংল্যান্ড। সাউদাম্পটনের রোজ বোলে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে এই ম্যাচটি। করোনাভাইরাস সংক্রমণের শঙ্কা থাকায় যথারীতি এই সিরিজটিও অনুষ্ঠিত হবে দর্শকশুন্য স্টেডিয়ামে। 


সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে কিছু পরীক্ষা নিরীক্ষা করলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়েই খেলতে নামার সম্ভাবনা রয়েছে ইংল্যান্ডের। সাইড স্ট্রেইনের ইনজুরিতে ছিটকে পড়া জেসন রয়ের অনুপস্থিতিতে জনি বেয়ারস্টোর সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলারকে। 


তবে টম ব্যান্টন এবং ডেভিড মালানকে নিয়ে মধুর সমস্যায় পড়তে পারে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট। কারণ পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুণ ফর্মে ছিলেন এই দুই ব্যাটসম্যান। যদিও ম্যাচ শুরুর আগে কে সুযোগ পাচ্ছেন সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না। 


promotional_ad

মিডল অর্ডারের পরীক্ষিত ব্যাটসম্যান হিসেবে থাকবেন অলরাউন্ডার মঈন আলী ছাড়াও থাকবেন স্যাম বিলিংস এবং স্যাম কারান। একাদশে স্পেশালিষ্ট পেসারদের মধ্যে খেলার সম্ভবনা রয়েছে ক্রিস জর্ডান, জফরা আর্চার এবং মার্ক উডের। এছাড়াও স্পিনারদের মধ্যে মঈন ছাড়াও থাকবেন আদিল রশিদ।  


এদিকে ইংল্যান্ডকে রুখতে পূর্ণ শক্তির একাদশ গঠন করার ভাববে অস্ট্রেলিয়াও। একাদশে সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ ছাড়াও খেলবেন হার্ডহিটার ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে চার নম্বরের প্রতিষ্ঠিত ব্যাটসম্যান হিসেবে আরো থাকছেন গ্লেন ম্যাক্সওয়েল। ফলে উইকেটরক্ষক ব্যাটসম্যান ম্যাথু ওয়েডকে বসতে হচ্ছে সাইড বেঞ্চে।


মিডল অর্ডারে রানের চাকা সচল রাখতে অলরাউন্ডার মিচেল মার্শ এবং বাঁহাতি ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারির প্রতি ভরসা রাখতে পারে অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে টি-টোয়েন্টি অভিষেকের অপেক্ষা আরো বাড়তে পারে ডানহাতি ব্যাটসম্যান মার্নাস ল্যাবুশেনের। 


মঙ্গলবার প্রস্তুতি ম্যাচে ঝড়ো ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নেন ল্যাবুশেন এবং ক্যারি। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে অস্ট্রেলিয়ার দল আগে থেকে গোছানো থাকায় ৫১ বলে ১০০ রানের ইনিংস খেলা  ল্যাবুশেনেকে এখনই সুযোগ দেয়া হচ্ছে না বলে ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। 


এদিকে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপে ধ্বস নামানোর জন্য তিন পেসার এবং দুই স্পিনার নিয়ে খেলার সম্ভাবনা রয়েছে সফরকারীদের। সেক্ষেত্রে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এবং কেন রিচার্ডসনকে দেখা যেতে পারে প্রথম ম্যাচের একাদশে। অপরদিকে স্পিনারদের মধ্যে অ্যাডাম জাম্পার সঙ্গে খেলতে পারেন অ্যাস্টন অ্যাগার। 


ইংল্যান্ড একাদশ (সম্ভাব্য)-


জনি বেয়ারস্টো, জস বাটলার (উইকেটরক্ষক), টম ব্যান্টন/ ডেভিড মালান, ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলী, স্যাম বিলিংস, স্যাম কারান, ক্রিস জর্ডান, জফরা আর্চার, আদিল রশিদ, মার্ক উড/ টম কারান। 


অস্ট্রেলিয়া একাদশ (সম্ভাব্য)-


অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, অ্যাস্টন অ্যাগার, অ্যাডাম জাম্পা, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, কেন রিচার্ডসন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball