promotional_ad

পাঁচ বছরের আক্ষেপ ঘোচাতে ইংল্যান্ডের মুখোমুখি অস্ট্রেলিয়া

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে ইংল্যান্ড। অ্যারন ফিঞ্চদের ২-১ এ সিরিজে পরাজিত করে তারা। তবে ফরম্যাট বদল হতেই যেন পাল্টে গেল অস্ট্রেলিয়া। শুক্রবার (১১ সেপ্টেম্বর) প্রথম ওয়ানডেতে বিশ্ব চ্যাম্পিয়নদের ১৯ রানে হারিয়েছে সফরকারীরা। একই সঙ্গে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেছে তারা। 


এবার এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামার প্রতীক্ষায় রয়েছে ফিঞ্চবাহিনী। আজ ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে দ্বিতীয় ওয়ানডেতে পুনরায় ইংল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায়। আজকের ম্যাচে জিততে পারলে পাঁচ বছরের আক্ষেপ ঘুচবে অস্ট্রেলিয়ার। কারণ ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ২০১৫ সালে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জিতেছিল তারা। 


প্রথম ম্যাচে জিতে স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসের দিক থেকে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। তার উপর মাঠে ফেরার অপেক্ষায় রয়েছেন দলের অন্যতম সেরা ব্যাটসম্যান স্টিভ স্মিথ। প্রথম ওয়ানডের আগে অনুশীলনের সময় মাথায় আঘাত পান তিনি। ফলে প্রথম ম্যাচে খেলা হয়নি তাঁর। 


promotional_ad

স্মিথ ফিরলে অবশ্য সাইড বেঞ্চে বসতে হতে পারে অলরাউন্ডার মার্কাস স্টয়নিসকে। অপরদিকে পেসার মিচেল স্টার্ক পায়ের ইনজুরিতে ভোগায় তাঁর পরিবর্তে আজ মাঠে দেখা যেতে পারে কেন রিচার্ডসন। এছাড়া অস্ট্রেলিয়া একাদশে আর কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। 


এদিকে প্রথম ওয়ানডেতে পরাজিত হলেও একাদশ নিয়ে তেমন পরীক্ষা নিরীক্ষা করার মনোভাব নেই ইংল্যান্ড টিম ম্যানেজমেন্টের। সেক্ষেত্রে অপরিবর্তিত একাদশ নিয়েই আজকের ম্যাচে খেলতে নামার সম্ভাবনা রয়েছে মরগানবাহিনীর।  


ইংল্যান্ড একাদশ (সম্ভাব্য):


জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), স্যাম বিলিংস, জস বাটলার (উইকেটরক্ষক), মঈন আলী, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড, জফরা আর্চার


অস্ট্রেলিয়া একাদশ (সম্ভাব্য): 


ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), স্টিভ স্মিথ/ মার্কাস স্টয়নিস, মার্নাস ল্যাবুশেন, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক/ কেন রিচার্ডসন, অ্যাডাম জাম্পা, জস হ্যাজেলউড।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball