জৈব সুরক্ষা বলয় তৈরিতে ইংল্যান্ডের দ্বারস্থ হল পাকিস্তান

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জৈব সুরক্ষিত পরিবেশে ইংল্যান্ডে শুরু হয়েছিল করোনা পরবর্তী ক্রিকেট। ইতোমধ্যেই জৈব সুরক্ষিত বলয়ের ভেতর থেকে তিনটি সিরিজ আয়োজন করে ফেলেছে ইংল্যান্ড। এবারে ইংল্যান্ডের এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আসন্ন জিম্বাবুয়ে সিরিজের জন্য জৈব সুরক্ষা বলয় তৈরী করতে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) স্মরণাপন্ন হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ঘরের মাঠে চার ভেন্যুতে জৈব সুরক্ষা বলয় প্রস্তুতে ইংল্যান্ডের সাহাজ্য চেয়েছে পিসিবি। আগামী অক্টোবরে জিম্বাবুয়েকে আতিথ্য দেবার কথা রয়েছে পাকিস্তানের।

পাকিস্তানের করোনা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। এর ভেতর ক্রিকেট ফেরানোটা বেশ চ্যালেঞ্জিং বিষয় হিসেবে মানছে বোর্ড। তাই জৈব সুরক্ষিত পরিবেশ তৈরীতে বিশেষজ্ঞের দ্বারস্থ হয়েছে পিসিবি।
প্রাথমিক অবস্থায় রাওয়ালপিন্ডি এবং মুলতানকে ভেন্যু হিসেবে রাখছে পিসিবি। কারণ এই দুই ভেন্যুতেই অনুষ্ঠিত হবার কথা রয়েছে জাতীয় টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ।
পিসিবির একটি সূত্র জানিয়েছে, 'এই দুটি ভেন্যু বিবেচনাধীন রয়েছে। কেননা এই দুই ভেন্যুতেই কোভিড -১৯ বিধিনিষেধের কারণে বায়ো-সুরক্ষিত পরিবেশে জাতীয় টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপের আয়োজন করবে।'
আগামী ২০ অক্টোবর পাকিস্তানের আসবে জিম্বাবুয়ে। এরপর কোয়ারেন্টাইন সময়কাল শেষ করে সিরিজ শুরু করবে দলটি। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে রোডেশিয়ানরা।
জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ পাকিস্তানের জন্য। কেননা সিরিজটি সফলভাবে সম্পন্ন করার উপর নির্ভর করছে আসন্ন নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড সিরিজের ভবিষ্যৎ। যদি সফলভাবে সম্পন্ন হয় সিরিজটি তবেই পিসিবি আশা করতে পারে এই তিন দল আসবে পাকিস্তান সফরে।