promotional_ad

অক্টোবরে পাকিস্তান সফরে যাচ্ছে জিম্বাবুয়ে

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনা বিরতির কাটিয়ে ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাচ্ছে পাকিস্তান। অক্টোবরে জিম্বাবুয়েকে সীমিত ওভারের সিরিজে পাকিস্তানে ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে। সফরে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল।


তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি মাঠে গড়াবে অক্টোবরের ৩০ তারিখ। এরপর ১ এবং ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুটি ওয়ানডে। আর নভেম্বরের ৭, ৮ এবং ১০ তারিখ মাঠে গড়াবে সিরিজের তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।


promotional_ad

যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিক ভেন্যুর ঘোষণা দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে ধারনা করা হচ্ছে রাওয়ালপিন্ডি এবং মুলতান এই দুই ভেন্যুতে অনুষ্ঠিত হবে পুরো সিরিজটি।


বায়ো সুরক্ষিত পরিবেশে অনুষ্ঠিত হবে সিরিজটি। যার জন্য ইতোমধ্যেই ইংল্যান্ডের স্মরণাপন্ন হয়েছে পিসিবি।


এদিকে সিরিজটির আগে জাতীয় টি-টোয়েন্টি লিগ শুরুর মাধ্যমে দেশে ক্রিকেট ফেরাচ্ছে পাকিস্তান। আশা করা হচ্ছে খুব শীঘ্রই এই বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি আসবে বোর্ডের তরফ থেকে।


করোনা বিরতি কাটিয়ে ইতোমধ্যে ক্রিকেটে ফিরেছে পাকিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে সম্প্রতি টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজ খেলে এসেছেন বাবর-হাফিজরা। সব কিছু ঠিক থাকলে এবারে দেশের মাটিতে ফিরতে যাচ্ছে পাকিস্তানের ক্রিকেট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball