জিম্বাবুয়েকে বাড়তি অর্থ দেবে না পিসিবি

ছবি: ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসেই পাকিস্তান সফরে যাচ্ছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। তবে এই সফরের জন্য জিম্বাবুয়ের ক্রিকেটারদের অতিরিক্ত কোন টাকা দেবে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের উপর সন্ত্রাসী হামলার পর থেকে দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনে নিষেধাজ্ঞায় পড়ে পাকিস্তান। তবে ধীরে ধীরে দেশটিতে পুরোদমে ফিরতে শুরু করেছে ক্রিকেট।
যদিও দেশের মাটিতে খেলা ফেরাতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে পিসিবিকে। নিষেধাজ্ঞার পর জিম্বাবুয়েকে দিয়ে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করে পাকিস্তান। তবে ব্রেন্ডন টেলরদের সফরে আনতে প্রত্যেক ক্রিকেটারকে অতিরিক্ত ১২ হাজার ৫০০ মার্কিন ডলার দিতে হয়েছিল পিসিবিকে।

শুধু জিম্বাবুয়েকেই নয়, অতিরিক্ত টাকা দিতে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ও বিশ্ব একাদশের ম্যাচ আয়োজনের জন্যও। ক্যারিবিয়ানদের প্রত্যেক ক্রিকেটারকে ২ লাখ ৫০,০০০ মার্কিন ডলার ও বিশ্ব একাদশের ক্রিকেটারদের এক লাখ মার্কিন ডলার করে দিতে হয়েছিল।
পিসিবির সেই সিদ্ধান্তটি সঠিক ছিল বলে দাবি পিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিম খানের। শনিবার পাকিস্তানের অ্যাসোসিয়েটেড প্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে এই কর্মকর্তা জানান, পাকিস্তানের ক্রিকেটকে পুনরুজ্জীবিত করতে এই উদ্যোগ সহায়তা করেছিল।
এ প্রসঙ্গে ওয়াসিম বলেন, ‘২০১৫-১৮ সালে পাকিস্তানে সফর করার জন্য জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও বিশ্ব একাদশকে অর্থ দিয়েছিল পিসিবি। আমার মনে হয় তখনকার জন্য সেই সিদ্ধান্ত সঠিক ছিল। ক্রিকেট বোর্ডের প্রতি আস্থা তৈরি করতে ও পাকিস্তানের ক্রিকেটকে পুনরুজ্জীবিত করতে সেটা সহায়তা করেছিল।’
তবে ২০১৫ সালের মতো এবার আর জিম্বাবুয়েকে অর্থ প্রদান করবে না পিসিবি। এই প্রসঙ্গে ওয়াসিম বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটারদের অর্থের প্ররোচনা দিয়ে পাকিস্তান সফর করোনার দিন আমরা পিছনে ফেলে এসেছি।’
জিম্বাবুয়ে-পাকিস্তানের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে ৩০ অক্টোবর থেকে। সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ১ নভেম্বর। আর সিরিজের শেষ ওয়ানডে মাঠে গড়াবে আগামী ৩ নভেম্বর।
ওয়ানডে সিরিজের সব ম্যাচ আয়োজন করা হবে রাওয়ালপিন্ডিতে। এরপর ৭ নভেম্বর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে ৮ নভেম্বর। ১০ নভেম্বর শেষ টি-টোয়েন্টি দিয়ে সমাপ্ত হবে জিম্বাবুয়ের পাকিস্তান সফর।