লাহোরের বায়ু দূষণে পোয়াবারো রাওয়ালপিন্ডির

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বছরের শেষের দিকে (নভেম্বর-ডিসেম্বর মাসে) ভারী হয়ে ওঠে লাহোরের বাতাস। দূষিত পদার্থের কারণে শ্বাসপ্রশ্বাসে দেখা দেয় জটিলতা। এমন পরিস্থিতিতে সেখানে ক্রিকেট খেলা একপ্রকার অসম্ভবই হয়ে দাঁড়ায়।
এসব জানার পরও ভিন্ন কিছুর আশায় আসন্ন জিম্বাবুয়ে সিরিজের ওয়ানডে ম্যাচগুলোর ভেন্যু নির্ধারণ করা হয়েছিল লাহোর। তবে অক্টোবর শেষ হওয়ার আগেই ধোঁয়াটে বাতাসে দূষিত হয়ে পড়েছে লাহোরের পরিবেশ। তাই ওয়ানডে সিরিজ সরিয়ে নেয়া হয়েছে রাওয়ালপিন্ডিতে।

এর আগে পিসিবির সঙ্গে বনিবনা না হওয়ায় মুলতান থেকে সরিয়ে নেয়া হয়েছিল টি-টোয়েন্টি সিরিজও। ফলে এখন পুরো সিরিজটি হবে পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। অথচ প্রাথমিকভাবে সিরিজের ঘোষিত সূচিতে একদমই ছিলো না রাওয়ালপিন্ডির নাম।
এ বিষয়ে জানিয়ে পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেন, ‘আমরা গত দুই সপ্তাহ ধরেই লাহোরের বায়ুর ব্যাপারে চোখ-কান খোলা রেখেছি। এছাড়া সামনের দিনগুলোতে অবস্থা কেমনে হতে সেই পূর্বাভাসও নিয়েছি। হুট করেই বাতাসের অবস্থা খারাপ হয়ে যাওয়ায় এবং নভেম্বরে এর কোনো পরিবর্তনের আশা না থাকায় লাহোরের ম্যাচগুলো আমরা সরিয়ে নিয়েছি।’
একই সঙ্গে পরিবর্তন আনা হয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শেষ চার ম্যাচ আয়োজনের ভেন্যুতেও। করোনার কারণে স্থগিত হয়ে যাওয়া এই টুর্নামেন্টের শেষ চার ম্যাচ হবে করাচিতে। যেখানে আরব সাগরের কারণে বাতাসে কোনো সমস্যা নেই।
আগামী ৩০ অক্টোবর রাওয়ালপিন্ডিতে হবে জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। একই মাঠে ১ ও ৩ নভেম্বর হবে সিরিজের বাকি দুই ম্যাচ। আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অংশ এ সিরিজটি। পরে ৭, ৮ ও ১০ নভেম্বর হবে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ।