promotional_ad

আশা জাগিয়েও জেতা হলো না জিম্বাবুয়ের

ছবি: সংগ্রহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


পারলেন না ব্রেন্ডন টেলর, পারল না জিম্বাবুয়ে। ২০১৫ সালের মতো আরও একবার পাকিস্তান বধের সুযোগ পেয়েও সাফল্যের গল্প লিখতে পারলেন না টেইলর-মাদেভেরেরা। জিম্বাবুয়ের এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের ১১৭ বলে ১১২ রানের অনবদ্য সেঞ্চুরি আর মাদেভেরের হাফসেঞ্চুরি হয়ে থাকল আক্ষেপের গল্প।


পাকিস্তানের কাছে ২৬ রানে হেরে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়ানডে সুপার লিগ শুরু করলো তারা। ২৮২ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা একেবারে নিষ্প্রভ ছিল জিম্বাবুয়ের। দলীয় মাত্র ২৮ রানেই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারিয়ে বিপাকে পড়ে তারা। তবে সে বিপদ সামলে উঠে দলকে ভালো অবস্থানের দিকে নিয়ে যাচ্ছিলেন ক্রেইগ এরভিন ও টেলর। 


আশার প্রদীপ জ্বালিয়েও ৪১ রান করে ফিরে যেতে হয় এরভিনকে।  থিতু হতে পারেননি শন উইলিয়ামসও। শেষ দিকে মাদেভেরে ও টেলর ১১৯ রানের জুটি কেবল হারের ব্যবধান কমিয়েছে। শেষের দিকে কোন ব্যাটসম্যান জ্বলে উঠতে না পারায় সবকটি উইকেট হারিয়ে ২৫৫ তে থামতে হয় জিম্বাবুয়েকে। পাকিস্তানের হয়ে ৫ উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি আর ৪ উইকেট নেন ওয়াহাব রিয়াজ।


promotional_ad

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে পাকিস্তান। উদ্বোধনী জুটি থেকে আসে ৪৭ রান। আবিদ আলী ২১ রান করে বিদায় নিলে ভাঙে তাদের এই জুটি। থিতু হতে পারেননি ওয়ানডেতে অধিনায়ক হিসেবে অভিষেক হওয়া বাবর আজম।  ৫৮ রান করে ইমাম উল বিদায় নেয়ার পর গড়ে উঠেনি আর কোন বড় জুটি।


একপ্রান্ত হারিস সোহেল আগলে রাখলেও অন্য প্রান্তের ব্যাটসম্যানরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। হারিসের ৭১ ও শেষ দিকে ইমাদ ওয়াসিমের ২৬ বলে অপরাজিত ৩৪ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮১ রান তুলে পাকিস্তান। জিম্বাবুয়ের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন ব্লেসিং মুজারবানি ও টেন্ডাই চিসোরো।


সংক্ষিপ্ত স্কোরকার্ড :


পাকিস্তান : ২৮১/৮ (ওভার ৫০) হারিস সোহেল ৭১, ইমাম উল হক ৫৮, টেন্ডাই চিসোরো ২/৩১


জিম্বাবুয়ে : ২৫৫/১০ (ওভার ৪৯.৪) ব্রেন্ডন টেলর ১১২, উইসলি মাদেভেরে ৫৫, শাহিন শাহ আফ্রিদি ৫/৪৯, ওয়াহাব রিয়াজ ৪/৪১



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball