promotional_ad

নিলামের আগে ৩ ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে বেঙ্গালুরু

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বরুণের সঙ্গে আরো জুটি গড়তে চান মঈন

২৭ মার্চ ২৫
রাজস্থানের বিপক্ষে দুই উইকেট নেন মঈন আলী, ফাইল ফটো

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শিরোপা এখনও অধরা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। টানা ১৩ মৌসুম কেটে গেলেও এখনও শিরোপা জেতা হয়নি তাঁদের। প্রতি বছর ব্যয় বহুল দল সাজালেও প্রত্যাশিত ফল পায়নি ফ্র্যাঞ্চাইজিটি।


আইপিএলের ১৪তম মৌসুমে শুরুর আগে আরও একবার শিরোপা জয়ের লক্ষ্যে দল সাজাবে তা&রা। তবে দলের ঝুঁলিতে রয়েছে মাত্র ৬.৫ কোটি টাকা। দলে নতুন শক্তি সঞ্চার করতে হলে গেল আসরের স্কোয়াড থেকে ক্রিকেটার ছাড়তে হবে তাঁদেরকে। 


promotional_ad

সেই পথে হাঁটতেই তিন ক্রিকেটারকে ছেড়ে দিতে পারে বেঙ্গালুরু। ভারতীয় সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী, ভারতের পেসার উমেশ যাদব এবং অলরাউন্ডার শিভাম দুবেকে ছেড়ে দিতে পারে দলটি। 


আরো পড়ুন

নীতিশের চোটে টি-টোয়েন্টি দলে যোগ দিচ্ছেন দুবে

২৫ জানুয়ারি ২৫
আবারও ভারতের জাতীয় দলে ফিরলেন শিভাম দুবে

গেল দুই মৌসুমে আহামরি কোনো পারফরম্যান্স করতে না পারায় যাদবকে ছাড়তে যাচ্ছে বেঙ্গালুরু। গত মৌসুমে মাত্র দুইটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। সেই সঙ্গে ভারতের হয়ে রঙিন পোশাকের দলেও জায়গা হারিয়েছেন ডানহাতি এই পেসার। তাঁকে ছেড়ে দিলে ৪ কোটি টাকা জমা হবে বেঙ্গালুরু ঝুঁলিতে। যে কারণে তাঁকে রিটেইন করার সম্ভাবনা খুবই ক্ষীণ।

এ ছাড়া আরেক ভারতীয় দুবেকে ছাড়তে যাচ্ছে দলটি। ২০১৯ মৌসুমে ৫ কোটি টাকাতে তাঁকে দলে নিয়েছিল তাঁরা। তবে দলের প্রত্যাশা মেটাতে ব্যর্থ হয়েছেন এই অলরাউন্ডার। ফলে তাঁকে ছেড়ে দেয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

তালিকার তিনে রয়েছেন ইংলিশ ক্রিকেটার মঈন। দক্ষিণ আফ্রিকার ক্রিস মরিস দলে অলরাউন্ডারের প্রত্যাশা পূরণ করছেন বলে কপাল পুড়তে যাচ্ছে মঈনের। সেই সঙ্গে পারফরম্যান্সও তাঁর পক্ষে কথা বলছে না।  গত মৌসুমে মাত্র তিন ম্যাচে এক উইকেট নেয়ার সঙ্গে করেছিলেন মাত্র ১২ রান। তাঁকে ছেড়ে দিলে ১.৭০ কোটি টাকা বাঁচবে দলটির। 


২০২২ সালে ১০ দল নিয়ে মাঠে গড়াবে আইপিএলের ১৫তম আসর। ফলে আইপিএলের এবারের আসরে হচ্ছে না মেগা নিলাম। টুর্নামেন্ট কতৃপক্ষের বেধে দেয়া নিয়ম অনুযায়ী নতুন মৌসুম শুরুর আগে আগামী ৪ ফেব্রুয়ারির মাঝে দলগুলো তাঁদের রিটেইন ক্রিকেটারদের তালিকা জমা দেবে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball