promotional_ad

রুটের রান ফোয়ারা থামছেই না

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ইংল্যান্ড সফরের ভারত দলে সুদর্শন-নায়ার-আর্শদিপ, নেই শামি

৪ ঘন্টা আগে
করুন নায়ার (বামে) ও সাই সুদর্শন (ডানে), ফাইল ফটো

গলে টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন জো রুট। সিরিজের দ্বিতীয় টেস্টে অল্পের জন্য আরেকটি ডাবল সেঞ্চুরি হাতছাড়া করেছেন ইংলিশ দলপতি। এদিন তার ব্যাট থেকে এসেছে ১৮৬ রানের ইনিংস। ৩০৯ বলে ১৮ চারে গড়া এই ইনিংসের সমাপ্তি হয়েছে রান আউটে।


তাঁর ব্যাটে আগের দিনই লড়াইয়ের ইঙ্গিত মিলেছিল। তৃতীয় দিনে সেটাই বাস্তবায়ন করেছেন ইংলিশ দলপতি। ২ উইকেটে ৯৮ রান নিয়ে দিন শুরু করেছিল ইংল্যান্ড। ব্যাটিংয়ে নেমে অধিনায়ক রুটকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টো।


promotional_ad

তিনি ফিরেছেন ব্যক্তিগত ২৮ রান করে। আর তাতেই থেমেছে ইংলিশদের তৃতীয় উইকেটে ১১১ রানের জুটি। বেশি রান যোগ করতে পারেননি ড্যানিয়েল লরেন্সও। তিনি ফিরেছেন ৩ রান করে। পঞ্চম উইকেটে অধিনায়ক রুট নতুন জুটি গড়েন জস বাটলারের সঙ্গে। তাঁরা যোগ করেন ৯৭ রান।


আরো পড়ুন

বাংলাদেশের বিপক্ষে খেলে টেস্ট থেকে অবসর নেবেন ম্যাথিউস

২৩ মে ২৫
ফাইল ছবি

বাটলার ফিরে যান ৫৫ রান করে। তাকে আউট করেন রমেশ মেন্ডিস। এদিন আর কাউকে উইকেট নেয়ার সুযোগই দেননি লঙ্কান বাঁহাতি স্পিনার লাসিথ এম্বুলদেনিয়া। এরপর তিনি শিকার করেছেন স্যাম কারান, ডম বেস এবং মার্ক উডকেও। শেষ বেলায় রুট ফিরে গেলে দিনের খেলা সমাপ্তি ঘোষণা করেন আম্পায়াররা।


৪১ ওভারে ৬ মেডেন দিয়ে ১৩২ রান খরচায় এখন পর্যন্ত ৭ উইকেট নিয়েছেন। ইংল্যান্ড দিন শেষ করেছে ৯ উইকেট হারিয়ে ৩৩৯ রান করে। ১১ বলে কোনো রান না করা জ্যাক লিচ চতুর্থ দিন শুরু করবেন শেষ ব্যাটসম্যান জেমস অ্যান্ডারসনকে নিয়ে।


এর আগে প্রথমে ব্যাট করে শ্রীলংকা তোলে ৩৮১ রান। দলের অভিজ্ঞ ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথুস খেলেন ১১০ রানের ইনিংস। এ ছাড়া অধিনায়ক দিনেশ চান্দিমালের ব্যাট থেকে এসেছে ৫২ রান। এরপর নিরোশ??ন ডিকওয়েলার ৯২ আর দিলরুয়ার পেরেরা ৬৭ রানে বড় সংগ্রহ নিশ্চিত করে শ্রীলঙ্কা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball