promotional_ad

‘একটি টেস্টও জিতবে না ইংল্যান্ড’

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

তিন সেঞ্চুরিতে ইংল্যান্ডের রানের পাহাড়, রুটের ১৩ হাজার

২৩ মে ২৫
মাঠ ছাড়ার আগে হ্যারি ব্রুক ও অলি পোপ, ইসিবি

সর্বশেষ ২০১২ সালে ভারতের মাটিতে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছিল ইংল্যান্ড। ২০১৬ সালের সিরিজে মাত্র একটি ম্যাচে জয় পেয়েছিল ইংলিশ। যদিও কদিন আগে উপমহাদেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টানা দ্বিতীয় টেস্ট সিরিজ জিতেছে ইংল্যান্ড। তবুও ভারতের বিপক্ষে একটি ম্যাচও জিতবে না বলে মন্তব্য করেছেন গৌতম গম্ভীর।


উপমহাদেশের উইকেটে প্রায়শই স্পিন সহায়ক হয়ে থাকে। যে কারণে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো পেস বান্ধব দেশগুলোর জন্য উইকেট কিছুটা কঠিন হয়ে যায়। সেটা পরিসংখ্যানের দিকে তাকালেই বোঝা যায়। ২০১৪ সালের পর উপমহাদেশের মাটিতে ১০৪টি টেস্ট খেলেছে এশিয়ার বাইরের দেশগুলো যেখানে তাঁদের জয় কেবল ২৭টি ম্যাচে।


promotional_ad

যদিও উপমহাদেশের মাটিতে ইংল্যান্ডের পারফরম্যান্স একবারে খারাপ নয়। কদিন আগে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতের মাটিতে পা রেখেছে জো রুটের দল। গলের স্পিন সহায়ক পিচে দাপট দেখিয়েছেন ডম বেস ও জ্যাক লিচরা। তাঁদের সঙ্গে কম যাননি জেমস অ্যান্ডারসন ও স্টুয়??র্ট ব্রডরাও।


আরো পড়ুন

পাকিস্তানের সঙ্গে খেলাই উচিত নয়: গম্ভীর

৭ মে ২৫
পাকিস্তানের সঙ্গে খেলাই উচিত নয় বলে মনে করেন গৌতম গম্ভীর, ফাইল ফটো

যদিও এসব নিয়ে খুব বেশি ভাবতে নারাজ গম্ভীর। তাঁর ধারণা, ভারতের কাছে পাত্তাই পাবে না ইংলিশরা। খুব বেশি হলে দিবা রাত্রির টেস্টটি জিততে পারে ইংল্যান্ড। তবুও কন্ডিশনের কারণে সেয়ানে সেয়ানে লড়াই হবে বলে জানিয়েছেন তিনি।


এ প্রসঙ্গে গম্ভীর বলেন, ‘তাদের যে স্পিন আক্রমণ আছে, এটা নিয়ে ইংল্যান্ডের একটি টেস্টও জেতার সম্ভাবনা দেখছি না। সিরিজটি হবে ৩-০ কিংবা ৩-১। আমি শুধু গোলাপি বলের টেস্টটাই দিতে পারি (ইংল্যান্ডকে), তবে কন্ডিশনের দিক থেকে এটাও ইংল্যান্ডের জন্য হবে ৫০-৫০।’


গলের স্পিন সহায়ক উইকেটে প্রথম ম্যাচে ডাবল সেঞ্চুরি করার পর দ্বিতীয় ম্যাচেও খুব কাছে গিয়েছিলেন তিনি। মূলত তাঁর দারুণ ব্যাটিংয়েই সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড। তবে জসপ্রিত বুমরাহ ও রবিচন্দ্রন অশ্বিনদের মতো বোলারদের সামলাতে হিমশিম খাবেন রুট। এমনটাই মন্তব্য করেছেন ৩৯ বছর বয়সি গম্ভীর।


এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘জো রুটের জন্য সিরিজটি হতে যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন একটি চ্যালেঞ্জ। হ্যাঁ, সে শ্রীলঙ্কায় ভালো করেছে। তবে যখন জসপ্রিত বুমরাহর মুখোমুখি হবে কিংবা অস্ট্রেলিয়া সিরিজে দুর্দান্ত খেলে আকাশচুম্বী আত্মবিশ্বাসে থাকা অশ্বিনের সামনে পড়বে, আমি নিশ্চিত এটা হবে ভিন্ন অভিজ্ঞতা।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball