‘অদ্ভুত’ চোটে ছিটকে গেলেন ক্রলি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ড সফরের ভারত দলে সুদর্শন-নায়ার-আর্শদিপ, নেই শামি
৪ ঘন্টা আগে
চোটের অভিজ্ঞতা ক্রিকেটারদের জন্য নতুন কিছু নয়। জ্যাক ক্রলিরও সেই অভিজ্ঞতা রয়েছে। তবে এবার যেটা হলো সেটা রীতিমত অদ্ভুত রকম অভিজ্ঞতা। ঘরের মেঝেতে পিছলে গিয়ে কব্জির ইনজুরিতে পড়েছেন এই ইংলিশ ব্যাটসম্যান। তাতে ভারতের বিপক্ষে প্রথম দুই টেস্টে খেলা হচ্ছে না তাঁর।
ক্রলির চোটের বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তারা জানিয়েছেন, ইনজুরির কারণে প্রথম দুই টেস্টের জন্য ছিটকে গিয়েছেন ক্রলি। তাঁর পরিবর্তে কাউকে স্কোয়ােডে যুক্ত করা হবে কিনা সেটি নিশ্চিত করেনি ইসিবি।

ইংল্যান্ড বোর্ডের তরফে জানানো হয়েছিল প্রথম টেস্টে পাওয়া যাবে না ওপেনার ক্রলিকে। বুধবার দলের সবাইকে অনুশীলন করতে গেলেও সেখানে ছিলেন না ক্রলি। পরে জানা যায় স্ক্যান করতে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। পরবর্তীতে ইসিবি থেকে নিশ্চিত করা হয় কব্জির চোটের কারণে তাঁকে প্রথম ২ টেস্টে পাবে না ইংল্যান্ড।
মঙ্গলবার ড্রেসিংরুম থেকে বেরিয়ে মাঠে যাওয়ার সময় মেঝেতে পা পিছলে পড়ে যান ক্রলি। সেই সময় হাতে চোট লাগে তাঁর। সেই চোটের কারণেই ছিটকে যেতে হল তাঁকে। স্ক্যান করা হলে দেখা যায় ডানহাতের কব্জিতে চোট রয়েছে ক্রলির।
ক্রলির চোটে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ওপেনার হিসেবে দেখা যাবে জো বার্নস এবং ডোম সিবলিকে। আগামী ৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে শুরু হবে সাদা পোশাকের লড়াই। চার ম্যাচের টেস্ট সিরিজ শেষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে এই তারা।
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষেক হয়েছিল ক্রলি। এরপর ইংল্যান্ডের জার্সিতে ১০ ম্যাচ খেলেছেন তিনি। যেখানে ১ ডাবল সেঞ্চুরির সঙ্গে করেছন ৬১৬ রান। উল্লেখ্য, পাকিস্তানের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেছিলেন এই উদ্বোধনী ব্যাটসম্যান।