promotional_ad

রুটের রেকর্ডের দিনে ইংল্যান্ডের রানের পাহাড়

 সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


এই তো গত বছরেও জো রুটের ব্যাটিং নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। বছর শুরু হতেই একে একে সব সমালোচনার জবাব ব্যাট হাতে দিয়ে চলেছেন তিনি। ভারতের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন ক্যারিয়ারের শততম টেস্ট ম্যাচ খেলতে নেমে শতক হাঁকিয়েছিলেন। দ্বিতীয় দিনে এসে সেটাকে তিনি পরিণত করলেন ডাবল সেঞ্চুরিতে। মূলত তাঁর ব্যাটের সুবাদেই টানা দুইদিন ব্যাট করে রানের পাহাড় গড়েছে ইংল্যান্ড। তৃতীয় দিন শেষে তাদের সংগ্রহ ৮ উইকেটের বিনিময়ে ৫৫৫ রান।


প্রথম দিন নবম ক্রিকেটার হিসেবে একশতম ম্যাচে শতক হাঁকিয়েছিলেন রুট। কিন্তু দ্বিতীয় দিন এসে এমন এক রেকর্ড গড়লেন যেখানে তাঁর আগে বা পিছে কেউ নেই। এখানে তিনি শুধু একাই। ক্যারিয়ারের শততম টেস্ট ম্যাচ খেলতে নেমে ডাবল সেঞ্চুরি হাঁকানো একমাত্র ব্যাটসম্যান তিনি। শুধু কি তাই? টানা তিন ম্যাচে তিন অঙ্ক ছুঁয়েছেন রুট। তাঁর মধ্যে আবার দুটিকে পরিণত করেছেন ডাবল সেঞ্চুরিতে।


ভারতে আসার আগে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলেছিলেন ২২৮ রানের অসাধারণ এক ইনিংস। পরের টেস্টে ডাবল সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও থেমেছিলেন ১৮৬ রানে। চার নম্বরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুতেই একবার রান আউট হতে হতেও বেঁচে যান এই ইংলিশ অধিনায়ক। এরপর থেকে খেলছেন আস্থার সঙ্গে, সচল রেখেছেন রানের চাকা। বাজে বলে তুলে নিয়েছেন বাউন্ডারি।


promotional_ad

৫৩৬ মিনিট, ঘন্টার হিসেবে প্রায় ৯ ঘন্টা ক্রিজে থেকে রুট খেলেছেন ৩৭৭ বল। দলীয় ৬৩ রানের মাথায় ক্রিজে নেমে দলের স্কোর ৪৭৭ রানে নিয়ে গেছেন। শাহবাজ নাদিমের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে তাঁর ব্যাট থেকে এসেছে ২১৮ রানের অধিনায়কোচিত ইনিংস। পাশাপাশি ভারতীয় বোলারদের রীতিমত নাভিশ্বাস তুলে ছেড়েছেন, নিজের ও দলের রান বাড়ানোর পাশাপাশি বড় বড় জুটিও গড়েছেন রুট।


দ্বিতীয় দিনের শুরু থেকেই বেন স্টোকসকে নিয়ে গড়েন ১২৪ রানের জুটি। দলীয় ৩৮৭ রানের মাথায় নাদিমের বলে চেতেশ্বর পূজারাকে ক্যাচ দিয়ে ফেরেন স্টোকস। ততক্ষণে নামের পাশে তিনি যোগ করেন ৮৩ রান। এরপর উইকেটে আসেন ওলি পোপ। এবারও পোপকে নিয়ে ষষ্ঠ উইকেট জুটিতে যোগ করেন ৮৬ রান। রবিচন্দ্রন অশ্বিনের বলে লেগ বিফরের ফাঁদে পড়ার আগে পোপ করেন ৩৪ রান।


পোপ বিদায়ের পর রুটও আর বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। মাত্র ৪ রান যোগ করার পরই বিদায় নেন তিনি। এরপর ইংল্যান্ডকে প্রথম ইনিংসে রান পাহাড়ের চূড়ায় উঠতে সাহায্য করেন জস বাটলার এবং ডম বেস। সপ্তম উইকেট জুটিতে দুজনই যোগ করেন ৪৮ রান। দলীয় ৫২৫ রানের মাথায় ইশান্ত শর্মার বলে বোল্ড হয়ে ৩০ রান করে সাজঘরের পথ ধরেন বাটলার।


ক্রিজে নেমে প্রথম বলেই ইশান্ত শর্মার বলে বোল্ড হয়ে যান জফরা আর্চার। ফলে হ্যাট্রিকের সম্ভাবনা জাগে ইশান্তের। কিন্তু নবম উইকেটে নেমে আর কোন বিপর্যয় ঘটতে দেননি জ্যাক লিচ। অপরপ্রান্তে বেস ২৮ রান করে অপরাজিত থাকেন। আর লিচ ৬ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাট করতে নামবেন। ফলে দ্বিতীয় দিন শেষে ইংলিশদের সংগ্রহ ৮ উইকেট ৫৫৫ রান। ভারতীয় বোলারদের দুর্দিনেও ২ উইকেট করে শিকার করেছেন ইশান্ত, বুমরাহ, অশ্বিন এবং নাদিম।


সংক্ষিপ্ত স্কোর:


ইংল্যান্ড (দ্বিতীয় দিন): ৫৫৫/৮ (ওভার ১৮০) ( রুট ২১৮, সিবলি ৮৭, স্টোকস ৮২, পোপ ৩৪, বার্নস ৩৩, বাটলার ৩০, বেস ২৮*, বুমরাহ ২/৮১, ইশান্ত ২/৫২, অশ্বিন ২/১৩২, নাদিম ২/১৬৭)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball