দ্বিতীয় টেস্ট খেলা হচ্ছে না আর্চারের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বাদ আর্চার
২২ মে ২৫
ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে দুঃসংবাদ পেল ইংল্যান্ড। কনুইয়ের ইনজুরিতে পড়ে এই টেস্ট থেকে ছিটকে গেছেন জফরা আর্চার। চেন্নাইয়ে তাকে ছাড়াই নামতে হবে জো রুটের দলকে।
যদিও আর্চারের এই ইনজুরি নতুন নয়। মূলত প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে বোলিং করার সময় কঁনুইয়ে আঘাত পান তিনি। ফলে ঐ ইনিংসে মাত্র ৯ ওভার বল করেছিলেন তিনি।

আর এখন ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানালো দ্বিতীয় টেস্ট থেকেই ছিটকে গেলেন এই ডানহাতি পেসার। তবে তৃতীয় টেস্টে তাকে পেতে আশাবাদী ইসিবি।
একটি বিবৃতিতে ইসিবি বলেছে, 'ডান কনুইতে ইনজেকশন দেওয়ার পরে শনিবার চেন্নাইয়ে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে নামবেন না আর্চার।'
তাঁরা আরো বলেছে, 'পূর্বের কোন ইনজুরির সঙ্গে এটি সম্পর্কিত নয়। আশা করা যায় চিকিতসায় সে দ্রুত সুস্থ হয়ে উঠবে এবং আহমেদাবাদের তৃতীয় টেস্টের একাদশে ফিরে আসবে।'
ভারতকে ২২৭ রানে হারানোর ম্যাচে আর্চার প্রথম ইনিংসে পেয়েছিলেন ২ উইকেট। আর দ্বিতীয় ইনিংসে পেয়েছিলেন ১ উইকেট। যদিও দ্বিতীয় ইনিংসে ৯ ওভারের বেশি বল করতে পারেননি তিনি।
৪ ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে জিতে ইতোমধ্যেই ১-০ তে এগিয়ে আছে ইংল্যান্ড। চেন্নাইয়ের দ্বিতীয় টেস্টে তাই বেশ ফুরফুরে মেজাজেই নামবে রুটের দল।