নিলামের আগে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিলেন উড

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
৪ মাসের জন্য ছিটকে গেলেন উড
১৩ মার্চ ২৫
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের নিলাম অনুষ্ঠিত হবে আজ। চূড়ান্ত তালিকায় জায়গা পাওয়া ২৯২ ক্রিকেটারের মাঝে নাম ছিল মার্ক উডের। তবে নিলাম শুরুর আগে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়েছেন নিয়েছেন তিনি। পরিবারের সঙ্গে সময় কাটাতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন এই ইংলিশ পেসার।
সম্প্রতি বাবা হয়েছেন এই ইংলিশ তারকা। যে কারণে ভারতের বিপক্ষে প্রথম টেস্টের দলে ছিলেন না। সেই সময়টায় পরিবারকে সঙ্গ দিয়েছেন ডানহাতি এই পেসার। তবে ভারতের বিপক্ষে শেষ দুই টেস্টের দলে ফিরেছেন তিনি। তবে টেস্ট সিরিজ শেষে আবারও দেশে ফিরে যাবেন ৩১ বছর বয়সি এই পেসার। ফলে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে দেখা যাবে তাঁকে।

আইপিএলের এবারের আসরে সর্বোচ্চ ২ কোটি ভিত্তিমূল্যে থাকা ক্রিকেটারদের তালিকায় ছিলেন। এই ক্যাটাগরিতে থাকা অন্য ক্রিকেটাররা হলেন, সাকিব আল হাসান, হরভজন সিং, গ্লেন ম্যাক্সওয়েল, কেদার যাদব, স্টিভেন স্মিথ, মঈন আলী, স্যাম বিলিংস, লিয়াম প্লাঙ্কেট, জেসন রয় এবং কলিন ইনগ্রাম।
ইংল্যান্ড সফরের ভারত দলে সুদর্শন-নায়ার-আর্শদিপ, নেই শামি
৬ ঘন্টা আগে
নিলাম থেকে তাঁকে দলে পেতে আগ্রহী ছিল বেশ কয়েকটি ফ্র্যাঞ্চােইজি। তবে দল পেয়ে নাম প্রত্যাহারের পথে না হেঁটে নিলামের আগেই নিজেকে সরিয়ে নিলেন তিনি। আইপিএলের গেল মৌসুমে লাসিথ মালিঙ্গার পরিবর্তে তাঁকে দলে নিতে চেয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। কিন্তু তিনি রাজি না হওয়ায় তাঁর পরিবর্তে জেমস প্যাটিনসনকে দলে নিয়েছিল মুম্বাই।
২০১৮ মৌসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন এই ইংলিশ পেসার। তবে চেন্নাইয়ের হয়ে একটি ম্যাচের বেশি খেলতে পারেননি তিনি। সেই ম্যাচে বল হাতে ভালো করতে পারেননি। যেখানে ৪ ওভার বল করে দিয়েছেন ৪৯ রান। তবে সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে বেশ কয়েকটি দলই তাঁকে পেতে চেয়েছিল।
এর আগে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট। এ ছাড়া টম ব্যান্টন ও জেমস ভিন্স এপ্রিলে শুরু হতে যাওয়া কাউন্টি চ্যাম্পিয়নশিপকে গুরুত্ব দিয়ে আইপিএলে নাম লেখাননি। উড নিজেকে সরিয়ে নেয়ায় নিলামে থাকছে ১৬ জন ইংল্যান্ড ক্রিকেটারের নাম। যেখানে সবচেয়ে বেশি নজর থাকবে ডেভিড মালান. মঈন আলি, অ্যালেক্স হেলস, জেসন রয় ও আদিল রশিদের দিকে।