promotional_ad

আফগানিস্তানের ১৯ জনের স্কোয়াডে ৮ জনই নতুন মুখ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

দিল্লিতে ব্রুকের বদলি সেদিকউল্লাহ

৭ মে ২৫
সেদিকউল্লাহ অটল ও হ্যারি ব্রুক

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজকে সামনে রেখে ১৯ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আসগর আফগানকে অধিনায়ক করে ঘোষিত এই স্কোয়াডে রয়েছে নতুন মুখের ছড়াছড়ি। ১৯ সদস্যের মধ্যে ৮ জন ক্রিকেটারই প্রথমবারের মতো ডাক পেয়েছেন টেস্ট স্কোয়াডে।


মার্চে আবুধাবিতে অনুষ্ঠিত হবে দুই ম্যাচের এই টেস্ট সিরিজ। রশিদ খান থাকলেও টেস্ট দলে অনুপস্থিত মুজিব উর রহমান। মোহাম্মদ নবি টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেয়ায় এক রশিদ বাদে স্কোয়াডে নেই আর কোন পরিচিত মুখ। এর মধ্যে প্রায় অর্ধেক ক্রিকেটারের নেই কোনো লঙ্গার ভার্সন খেলার অভিজ্ঞতা।


promotional_ad

আফগানদের এমন অদ্ভুতুড়ে স্কোয়াড ঘোষণার পর অবশ্য অবাক হয়েছেন অনেকে। কিন্তু এমন স্কোয়াড ঘোষণার পেছনের কারণ খোলাসা করেছেন খোদ এসিবির ডিরেক্টর অব ক্রিকেট রইস আহমেদজাই। লাল বলের ক্রিকেটে তরুণদের সুযোগ দেওয়ার জন্যেই দলে এত নতুন মুখের ছড়াছড়ি বলে জানিয়েছেন তিনি।


আরো পড়ুন

‘বাজবল’ এর হারানো গৌরব ফেরাতে চান ম্যাককালাম

৪ ঘন্টা আগে
ইংল্যান্ডের প্রধান কোচ ব্র্যান্ডন ম্যাককালাম

তিনি বলেন, ‘ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করেই স্কোয়াডে স্থান করে নিয়েছেন ডাক পাওয়া ক্রিকেটাররা। আমি মনে করি তাদের টেস্ট ক্রিকেটে সুযোগ দেওয়া উচিত। কেউ ভালো খেললে তাঁর জন্য যেকোন ফরম্যাটে জাতীয় দলের দরজা খোলা’


টেস্ট দলে না থাকলেও সংক্ষিপ্ত ফরম্যাটে দেখা যাবে মুজিব, নবীকে। মূলত টানা ক্রিকেটের ধকল সামলাতেই মুজিবকে টেস্ট সিরিজ থেকে বিশ্রাম দেয়া হয়েছে। আগামী মার্চের শেষের দিকে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান।


আফগানিস্তান স্কোয়াডঃ


আসগর আফগান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, জাভেদ আহমাদি, রহমত শাহ, হাসমতউল্লাহ শহিদি, আফসার জাজাই, নাসির জামাল, আবদুল মালিক, মুনির আহমেদ, শহিদুল্লাহ কামাল, বাহির শাহ, রশিদ খান, আমির হামজা, ফজল হক ফারুকি, সাইদ আহমেদ, সালিম সাফি, ওয়াফাদার মোমান্দ, জিয়া উর রহমান আকবর, ইয়ামিন আহমেদাযাই।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball