আফগানিস্তানের ১৯ জনের স্কোয়াডে ৮ জনই নতুন মুখ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দিল্লিতে ব্রুকের বদলি সেদিকউল্লাহ
৭ মে ২৫
জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজকে সামনে রেখে ১৯ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আসগর আফগানকে অধিনায়ক করে ঘোষিত এই স্কোয়াডে রয়েছে নতুন মুখের ছড়াছড়ি। ১৯ সদস্যের মধ্যে ৮ জন ক্রিকেটারই প্রথমবারের মতো ডাক পেয়েছেন টেস্ট স্কোয়াডে।
মার্চে আবুধাবিতে অনুষ্ঠিত হবে দুই ম্যাচের এই টেস্ট সিরিজ। রশিদ খান থাকলেও টেস্ট দলে অনুপস্থিত মুজিব উর রহমান। মোহাম্মদ নবি টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেয়ায় এক রশিদ বাদে স্কোয়াডে নেই আর কোন পরিচিত মুখ। এর মধ্যে প্রায় অর্ধেক ক্রিকেটারের নেই কোনো লঙ্গার ভার্সন খেলার অভিজ্ঞতা।

আফগানদের এমন অদ্ভুতুড়ে স্কোয়াড ঘোষণার পর অবশ্য অবাক হয়েছেন অনেকে। কিন্তু এমন স্কোয়াড ঘোষণার পেছনের কারণ খোলাসা করেছেন খোদ এসিবির ডিরেক্টর অব ক্রিকেট রইস আহমেদজাই। লাল বলের ক্রিকেটে তরুণদের সুযোগ দেওয়ার জন্যেই দলে এত নতুন মুখের ছড়াছড়ি বলে জানিয়েছেন তিনি।
‘বাজবল’ এর হারানো গৌরব ফেরাতে চান ম্যাককালাম
৪ ঘন্টা আগে
তিনি বলেন, ‘ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করেই স্কোয়াডে স্থান করে নিয়েছেন ডাক পাওয়া ক্রিকেটাররা। আমি মনে করি তাদের টেস্ট ক্রিকেটে সুযোগ দেওয়া উচিত। কেউ ভালো খেললে তাঁর জন্য যেকোন ফরম্যাটে জাতীয় দলের দরজা খোলা’
টেস্ট দলে না থাকলেও সংক্ষিপ্ত ফরম্যাটে দেখা যাবে মুজিব, নবীকে। মূলত টানা ক্রিকেটের ধকল সামলাতেই মুজিবকে টেস্ট সিরিজ থেকে বিশ্রাম দেয়া হয়েছে। আগামী মার্চের শেষের দিকে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান।
আফগানিস্তান স্কোয়াডঃ
আসগর আফগান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, জাভেদ আহমাদি, রহমত শাহ, হাসমতউল্লাহ শহিদি, আফসার জাজাই, নাসির জামাল, আবদুল মালিক, মুনির আহমেদ, শহিদুল্লাহ কামাল, বাহির শাহ, রশিদ খান, আমির হামজা, ফজল হক ফারুকি, সাইদ আহমেদ, সালিম সাফি, ওয়াফাদার মোমান্দ, জিয়া উর রহমান আকবর, ইয়ামিন আহমেদাযাই।