একাদশে রুটের আগে অ্যান্ডারসনের নাম লেখা উচিত!

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাকালীন জৈব সুরক্ষা বলয়ে থাকা ক্রিকেটারদের চাঙা রাখতে তাঁদেরকে বিশ্রাম দিয়ে দিয়ে খেলানোর ব্যবস্থা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। মূলত ক্রিকেটারদের সেরা পারফরম্যান্স বের করে আনতেই 'রোটেশন পলিসি' ব্যবহার করছে ইসিবি। ফলে জেমস অ্যান্ডারসনের ও স্টুয়ার্ট ব্রডের মতো তারকা পেসারদেরও নিয়মিত দেখা যাচ্ছে না একাদশে।
এক টেস্টে অ্যান্ডারসনকে খেলানো হলে পরের টেস্টে ব্রডকে। ভারতের বিপক্ষে প্রথম টেস্টে খেললেও দ্বিতীয় টেস্টে অ্যান্ডারসনকে বিশ্রাম দিয়েছিল দেশটির ক্রিকেট বোর্ড। তবে বিরাট কোহলিদের বিপক্ষে গোলাপি বলের টেস্টে ডানহাতি এই পেসারকে ফিরিয়ে আনার দাবি তুলেছেন গ্রায়েম সোয়ান। ইংল্যান্ডের সাবেক এই অফ স্পিনার মনে করেন, একাদশে জো রুটের আগে অ্যান্ডারসনের নাম লেখা উচিত।

প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে অ্যান্ডারসনের একটা স্পেল ম্যাচ জিতিয়ে দিয়েছিল ইংল্যান্ডকে। কিন্তু দ্বিতীয় টেস্টেই তাঁদের সর্বকালের সর্বোচ্চ উইকেট শিকারি এই পেসারকে বিশ্রাম দিয়েছিল ইংল্যান্ড। সেই ম্যাচে ভারতের কাছে বড় ব্যবধানে হারে রুটের দল। তৃতীয় টেস্টে তাকে ফেরানো হবে কিনা সেটাও এখনও নিশ্চিত নয়। তবে তাঁকে ফেরানোটা ভালো হবে বলে মনে করেন সোয়ান। গোলাপি বলের টেস্টে অ্যান্ডারসন বড় পার্থক্য গড়ে দেবে বলে বিশ্বাস তাঁর।
এ প্রসঙ্গে সোয়ান বলেন, ‘দিবা-রাত্রির টেস্টে কিন্তু পার্থক্য গড়ে দিতে পারে জিমি। গোলাপি বলের টেস্টে ইংল্যান্ডের ভালো করা নিয়ে আমি খুব আশাবাদী। কারণ, জিমি ফিরে আসছে। যত বয়স বাড়ছে, তত ধারালো হচ্ছে ও। একাদশে জো রুটের আগেও জিমির নামটা লেখা উচিত।’
এখনও পর্যন্ত ইংল্যান্ডের হয়ে তিনটি দিবা-রাত্রির ম্যাচ খেলেছেন অ্যান্ডারসন। যেখানে তিন ম্যাচে ডানহাতি এই পেসারের সংগ্রজহ ১৪ উইকেট। এর মাঝে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেডে ৪৩ রানে ৫ উইকেট তাঁর সেরা বোলিং। তবে গোলাপি বলের সেই তিন টেস্টে ইংলিশরা জয় পেয়েছে মাত্র একটি ম্যাচে।
সেই তিন টেস্টেই একসঙ্গে খেলতে দেখা গিয়েছিল অ্যান্ডারসন এবং ব্রডকে। ধারণা করা হচ্ছে ভারতের বিপক্ষেও তৃতীয় টেস্টে একই পথে হাঁটতে পারে ইংল্যান্ড। তবে এ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ব্রড। মঙ্গলবার কিংবা ম্যাচের দিন সকালে উইকেট দেখে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।
ব্রড বলেন, ‘অনেকেই বলছেন, এই মৌসুমে ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টে আমাকে আর অ্যান্ডারসনকে একসঙ্গে খেলতে দেখা যাবে। আমি বলব, এখনও চূড়ান্ত কিছু হয়নি। দল নির্বাচন হবে পিচের অবস্থা দেখে। সেটা মঙ্গলবার হতে পারে, ম্যাচের দিন সকালেও হতে পারে।’