promotional_ad

রশিদ-হামজাদের বোলিং তোপে ফলোঅনে জিম্বাবুয়ে

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

দিল্লিতে ব্রুকের বদলি সেদিকউল্লাহ

৭ মে ২৫
সেদিকউল্লাহ অটল ও হ্যারি ব্রুক

আফগানিস্তানের বড় রানের জবাবে দ্বিতীয় দিন ভালো শুরুর ইঙ্গিত দিলেও তৃতীয় দিনেই জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপের কঙ্কাল বেড়িয়ে গেছে। নিজেদের প্রথম ইনিংসে তারা অল আউট হয়েছে ২৮৭ রানে। দলের বিপর্যয়ে ব্যাট হাতে দারুণ লড়াই করেছেন সিকান্দার রাজা। তবুও ফলোঅন এড়াতে পারেনি জিম্বাবুয়ে।


দ্বিতীয় ইনিংসে ২৪ রানে কোনো উইকেট উইকেট না হারিয়ে তৃতীয় দিন শেষ করেছে তারা। জিম্বাবুয়ে এখনও আফগানদের চেয়ে পিছিয়ে আছে ২৩৪ রানে। মূলত রশিদ খান, আমির হামজাদের দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। 


promotional_ad

আগের দিনের ৫০ রান নিয়ে দিন শুরু করা জিম্বাবুয়ে তৃতীয় দিনও ভালো শুরু করেছিল। প্রিন্স মাসভাউরেকে দারুণ সঙ্গ দিচ্ছিলেন কেভিন কাসুজা। এই জুটি একশো ছোঁয়ার আগেই আঘাত হানেন রশিদ খান। অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে কাসুজার ইনিংস শেষ হয় ৪১ রানে। 


আরো পড়ুন

‘বাজবল’ এর হারানো গৌরব ফেরাতে চান ম্যাককালাম

৫ ঘন্টা আগে
ইংল্যান্ডের প্রধান কোচ ব্র্যান্ডন ম্যাককালাম

এরপর হাফ সেঞ্চুরি তুলে নেয়া মাসভাউরেকে ইনিংস লম্বা করতে দেননি আমির হামজা। ৬৫ রান করে জিম্বাবুয়ের এই ওপেনার বোল্ড হন। এরপর সায়েদ শিরজাদের এক ওভারেই ধ্বংসস্তুপে পরিণত হয় জিম্বাবুয়ের ইনিংস। পরপর দুই বলে তিনি ফেরান আগের ম্যাচে সেঞ্চুরি করা প্রতিপক্ষ অধিনায়ক শন উইলিয়ামস ও ওয়েসলি মাধেভেরেকে।


দারুণ খেলতে থাকা মুসাকান্দা আউট হন রশিদের বলে ৪১ রান করে। টিকতে পারেননি রায়ান বার্লও। এরপর রেজিস চাকাভা আফগান বোলারদের ওপর চড়াও হলেও শেষ রক্ষা হয়নি জিম্বাবুয়ের। চাকাভাকে ৩৩ রানে ফিরিয়েছেন রশিদ। একপ্রান্তে তখনও টিকে থেকে ফলোঅন এড়ানোর লড়াই চালিয়ে যাচ্ছিলেন রাজা। 


তিনি জিম্বাবুয়ের শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন ১২৯ বলে ৮৫ রানের ইনিংস খেলে। তাঁর ইনিংসটি ছিল ৭ চার এবং এক ছক্কায়। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন রশিদ। এ ছাড়া হামজা ৩টি এবং শিরজাদ নিয়েছেন ২টি উইকেট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball