সফর সংক্ষিপ্ত করে আগেভাগেই বাংলাদেশ ছাড়বে আইরিশরা

ছবি: বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
ইয়ং-ক্যাম্ফারকে ছাড়াই ক্যারিবিয়ানদের মোকাবেলা করবে আয়ারল্যান্ড
২০ মে ২৫
বাংলাদেশ ইমার্জিং দলের বিপক্ষে চলছে আয়ারল্যান্ড উলভসের পূর্ণাঙ্গ সিরিজ। এই সফর সূচিতে কিছুটা পরিবর্তন হয়েছে। শনিবার দুই দেশের ক্রিকেট বোর্ড এই পরিবর্তনের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে।
নতুন সূচি অনুযায়ী একটি টি-টোয়েন্টি কম খেলেই বাংলাদেশ ছাড়বে আয়ারল্যান্ড উলভস। আগের সূচি অনুযায়ী ১৯ মার্চ বাংলাদেশ ছাড়ার কথা ছিল আইরিশদের।
নতুন সূচি অনুযায়ী দুদিন আগেই বাংলাদেশ ত্যাগ করবে আয়ারল্যান্ড দল। এর ফলে বাংলাদেশ ইমার্জিং দলের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াচ্ছে না।

১৮ মার্চ মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি। এই বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট আয়ারল্যান্ডের হাই পারফরম্যান্স ডিরেক্টর রিচার্ড হোল্ডসওর্থ।
বাবর-রিজওয়ান-শাহীনকে ছাড়াই বাংলাদেশ সিরিজে খেলবে পাকিস্তান
৩ ঘন্টা আগে
এ প্রসঙ্গে রিচার্ড বলেন, ‘দুর্ভাগ্যজনক হলেও আমাদের একটি টি-টোয়েন্টি ত্যাগ স্বীকার করতে হচ্ছে। আইরিশ কর্তৃপক্ষ পরামর্শ দিয়েছে ‘রেড লিস্ট’ দেশগুলোর মধ্য দিয়ে আয়ারল্যান্ডের কোন যাত্রী দেশে ফিরলে যেন হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকে। যেহেতু আমাদের রুটটি সংযুক্ত আরব আমিরাত হয়ে পড়ে, যার মানে দাঁড়ায় আমাদের স্কোয়াডকে নতুন কোয়ারেন্টাইন বিধিনিষেধের মধ্যে পড়তে হচ্ছে।’
‘ফলে আমাদের এখন নতুন কোন রুট হয়ে ফিরতে হবে। যেসব দেশ ‘রেড লিস্টে’ নেই সেসব হয়ে। আমরা সবসময় বলেছি আমাদের স্কোয়াডের মানসিক ও শারীরিক স্বাস্থ্য এবং কল্যাণ সবার আগে। তাই ১৪ দিনের হোটেল কোয়ারেন্টাইন এড়ানো জরুরি ছিল। বায়ো বাবলের কারণে এমনিতে ছেলেরা গত চার সপ্তাহ ধরে বন্দী। স্কোয়াডের কেউ কেউ সংযুক্ত আরব আমিরাতে আরও আগেই এই বায়ো বাবলের মধ্য দিয়ে গেছে।’
এর আগে এক মাত্র চারদিনের ম্যাচে বাংলাদেশ ইমার্জিং দলের বিপক্ষে ইনিংস এবং ২৩ রানের ব্যবধানে হেরেছে আয়ারল্যান্ড উলভস।
এরপর তিন ওয়ানডের প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয় আয়ারল্যান্ড দলের এক ক্রিকেটার করোনায় আক্রান্ত হওয়ায়। যদিও পরের তিন ওয়ানডেতে পাত্তাই পায়নি আইরিশরা।
দ্বিতীয় ম্যাচে ৪ উইকেট, তৃতীয় ম্যাচে ৬ উইকেট এবং চতুর্থ ম্যাচে ৮ উইকেটের ব্যবধানে হেরেছে আয়ারল্যান্ড উলভস। সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি মাঠে গড়াবে রবিবার (১৪ মার্চ) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।