promotional_ad

দল না জিতলে একজন দুইশো করেও লাভ নেই: সুজন

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

জেলা-বিভাগে ক্রিকেটে উন্নতি না করলে তার বোর্ডে আসা প্রয়োজন নেই: তামিম

৩ মে ২৫
বাংলাদেশ জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছেন তামিম, ক্রিকফ্রেঞ্জি

কদিন বাদেই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ সিরিজটি খেলবে মমিনুল হকের দল। সাম্প্রতিক সময়ে বাজে সময় পার করলেও লঙ্কানদের বিপক্ষে ঘুরে দাঁড়াতে বেশ প্রত্যয়ী টাইগাররা।


যদিও লঙ্কানদের বিপক্ষে ঘুরে দাঁড়াতে হলে শুধু ব্যক্তিগতভাবে ভালো না করে দলীয়ভাবে ভালো করতে হবে বলে মনে করেন খালেদ মাহমুদ সুজন। শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের টিম লিডারের দায়িত্ব পাওয়া সুজন মনে করেন, দল না জিতলে একজন দুইশো করেও লাভ নেই।


গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সুজন বলেন, ‘আমার খেলোয়াড়দের সঙ্গে সবসময়ই ভালো একটা সম্পর্ক। আমি অনেকদিন ছিলাম, এখন হয়তো অনেকদিন পর আবার দলের সঙ্গে যাচ্ছি। আমি বিশ্বাস করি তারা ওইরকম শেপে আছে সবাই। আরও ফিট হয়েছে দেখলাম। তাই আমি বিশ্বাস করি, সেরকম উৎসাহী আমি ড্রেসিং রুমে গড়ে তুলবো। আমরা এক হয়ে খেলতে চাই। একটা বাংলাদেশ হয়ে খেলতে চাই। এটা ব্যক্তিগত না, এটা একটা দল।’


promotional_ad

তিনি আরও বলেন, ‘সবার আগে দল জেতাটাই গুরুত্বপূর্ণ। একজন ব্যক্তিগতভাবে দুইশো মারলেও গুরুত্বপূর্ণ নয় যদি না দল জেতে। সুতরাং দল জেতাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ- এই তত্ত্বটাই আমার কাছে সবচেয়ে বেশি এবং সেটাই চাই যে, তরুণ খেলোয়াড়দের ভেতর ঢোকাতে এবং তাদের দায়িত্ব সম্পর্কে আমি সচেতন করতে চাই।’


আরো পড়ুন

জাতীয় দলের ছায়া কোচিং প্যানেল চান সুজন

১৬ মার্চ ২৫
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন খালেদ মাহমুদ সুজন, ক্রিকফ্রেঞ্জি

সাম্প্রতিক সময়ে দলের সিনিয়র ও তরুণ ক্রিকেটারদের দায়িত্ব নিয়ে কথা ওঠেছে। সিনিয়ররাই শুধু একশো করবে আর তরুণরা ২০/৩০ রান করলেই চলবে, এমনটা মানতে নারাজ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি।


তামিমের কথায় সায় দিয়েছেন সুজনও। তিনি মনে করেন, দলের অভিজ্ঞ ক্রিকেটারদের দায়িত্ব বেশি তবে তরুণদেরও সমান দায়িত্ব নেয়া উচিত। তরুণ ক্রিকেটারদের মাঝে নিজেদের দায়িত্বের প্রতি সচেতন করে তুলতে চান সুজন। তরুণদের অভিজ্ঞতা না থাকলেও প্রভিভা আর স্কিল রয়েছে বলে বিশ্বাস করেন তিনি। এ ছাড়া সবাইকে দায়িত্ব নিয়ে খেলার পরামর্শ দিয়েছেন সুজন।


তিনি বলেন, ‘আমরা সবসময় বলি যে, তামিম-সাকিব-মুশি-রিয়াদ এদের কথা বলি। অবশ্যই এদের দায়িত্ব অনেক। এরা অভিজ্ঞ খেলোয়াড়। এরপর মুমিনুল, অধিনায়ক। এদের অখিজ্ঞতা বেশি। তবে তরুণ খেলোয়াড়দের দায়িত্ব সমান থাকা উচিত। কারণ একটা ড্রেসিং রুম আমরা ভাগাভাগি করি, একটা দলের জন্য আমরা লড়াই করি।’


তিনি আরও যোগ করেন, ‘আপনার যা আছে, একটা তরুদের হয়তো সেই অভিজ্ঞতা নেই। তবে তার প্রতিভা আছে, স্কিল আছে, সুতরাং সে সেটা নিয়েই লড়াই করবে, তাঁর দায়িত্ব নিয়ে খেলবে। তাই আমি চাই যে, সবাই দায়িত্ব নিয়ে ক্রিকেট খেলুক। আর জেতা-হারার ব্যাপারটা তো বললামই, এটা তো পরের ব্যাপার। যদি আমরা প্রক্রিয়া ঠিকভাবে করতে পারি, তাহলে জয় আসবে। প্রক্রিয়া ঠিক না থাকলে জয় আসা সহজ নয়।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball