অফ স্পিনার থেকে ‘ব্যাটিং অলরাউন্ডার’ শুভাগত, ব্যাখ্যা দিলেন নান্নু
ছবি: বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
ঘরোয়া ক্রিকেটে শুভাগত হোম চৌধুরির পরিচয়টা ব্যাটিং অলরাউন্ডার হলেও জাতীয় দলে এসে পরিচয় বদলে হয়েছিলেন অফ স্পিনার। দীর্ঘদিন পরে হলেও নিজের সহজাত পরিচয়ে ফিরেছেন ৩৪ বছর বয়সি এই ক্রিকেটার। শ্রীলঙ্কার বিপক্ষে প্রাথমিক টেস্ট দলে ব্যাটিং অলরাউন্ডার হিসেবেই তাঁকে দলে নিয়েছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করলেও জাতীয় দলের জার্সিতে দীর্ঘদিন ধরেই ব্রাত্য শুভাগত। ২০১৬ সালের ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেছিলেন তিনি। এরপর দুইবার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ডাক পেলেও টেস্টে ফেরা হয়নি তাঁর। যদিও ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ডাক পেলেও ম্যাচ খেলা হয়নি তাঁর।
জাতীয় দল থেকে জায়গা হারানোর পর ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করেছেন শুভাগত। ২০১৬ সালের পর থেকে প্রথম শ্রেণির ক্রিকেটে দারুণ ছন্দে রয়েছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেট ছাড়াও ঘরোয়া ওয়ানডে ও টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলোতে লোয়ার অর্ডারে নেমে বেশ কয়েকটি ঝড়ো ইনিংস খেলেছেন তিনি।

এ ছাড়া বেশ কদিন আগে এবারের জাতীয় ক্রিকেটে লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডে সেঞ্চুরি করার সঙ্গে নিয়েছেন ৬ উইকেট। এর ফলে অফ স্পিনার থেকে শুভাগতর পরিচয় বদলে এখন হয়েছেন একজন ব্যাটিং অলরাউন্ডার। চূড়ান্ত দলে সুযোগ পেলে শ্রীলঙ্কা সফরে তাঁর ব্যাটিংয়ের সঙ্গে স্পিনটাও দলের কাজে দেবে বলে মনে করেন নান্নু।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘একটা লম্বা সময় পর ফিরল শুভাগত। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে সে নিয়মিত পারফরমার। আমরা তাকে ব্যাটিং অলরাউন্ডার হিসেবে বিবেচনা করছি। তবে তার স্পিন আমাদের বাড়তি একটা অপশনও দেবে।’
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য শুক্রবার (৯ এপ্রিল) ২১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন তিন তরুণ পেসার শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ ও শহিদুল ইসলাম। টেস্টের ভবিষ্যৎ বিবেচনা করে তাঁদেরকে দলে রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
নান্নু বলেন, ‘তারা (শরিফুল, মুকিদুল ও শহিদুল) আমাদের এইচপির খেলোয়াড় এবং যেখানেই খেলেছে ভালো করেছে। বিশেষ করে প্রথম শ্রেণির ক্রিকেটে মুকিদুল ও শহিদুল বিশেষ নজর কেড়েছে। তারাই আমাদের টেস্টের ভবিষ্যৎ। বয়সও তাদের পক্ষেই আছে।’
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ১৪ এপ্রিল শ্রীলঙ্কা পৌঁছাবে বাংলাদেশ। এরপর কোয়ারেন্টাইন শেষে ১৭ এবং ১৮ এপ্রিল দুইদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। ২১ এপ্রিল শুরু হবে প্রথম টেস্ট, দ্বিতীয়টি হবে ২৯ এপ্রিল।