promotional_ad

সাকিব-মুস্তাফিজদের তো ১০-১২টা হাত না: মুমিনুল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পাকিস্তানের বিপক্ষে সিরিজ নিয়ে ‘উচ্ছ্বসিত’ সাকিব

৯ ঘন্টা আগে
লাহোর কালান্দার্সের জার্সিতে সাকিব আল হাসান

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ১২ এপ্রিল শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। যেখানে লঙ্কানদের বিপক্ষে খেলতে দেখা যাবে না সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে। মূলত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার জন্য ছুটি নেয়ায় লঙ্কানদের বিপক্ষে দলে নেই তাঁরা দুজন।


সাকিব-মুস্তাফিজরা না থাকলে দলের ভালো ফলাফল হবে না এমনটা মানেন না মুমিনুল হক। বাংলাদেশের এই টেস্ট অধিনায়ক মনে করেন, সাকিব-মুস্তাফিজদের তো ১০-১২ টা হাত না যে তারা খেললেই ফলাফল বদলে যাবে। সাকিব-মুস্তাফিজ না থাকায় শ্রীলঙ্কায় প্রভাব পড়বে না বলেও বিশ্বাস করেন তিনি।


promotional_ad

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মুমিনুল বলেন, ‘না আমার কাছে মনে হয় না সাকিব ভাই বা মুস্তাফিজ না থাকলে দলের ফলাফল হবে না। দেখেন খেলোয়াড় তো আরও আছে। ওনাদের তো ১০-১২টা হাত না। বাকিদেরও ১০-১২টা হাত না। আমার কাছে মনে হয় না এর কোনো প্রভাব পড়ে। আমরা হয়তো দলগত ভাবে খেলতে পারছি না এই কারণে ইতিবাচক ফলাফল হচ্ছে না। আর কোন কিছু না।’


আরো পড়ুন

মুস্তাফিজের দিল্লিকে উড়িয়ে প্লে অফে মুম্বাই ইন্ডিয়ান্স

২২ মে ২৫
উইকেট নেয়ার পর হার্দিকের উচ্ছ্বাস, আইপিএল

আইপিএলের এবারের নিলাম থেকে ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। সবকিছু ঠিক থাকলে দলটির হয়ে খেলতে দেখা যাবে এই টাইগার অলরাউন্ডারকে। এর আগে ২০১২ ও ২০১৪ সালে কলকাতার হয়ে শিরোপা জিতেছিলেন সাকিব।


এর মাঝে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেললেও খুব বেশি সুযোগ পাননি। তবে এবারের আসরে কলকাতার হয়ে মুখিয়ে রয়েছেন তিনি। আইপিএলের পুরো মৌসুম খেলতেই মূলত শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ থেকে ছুটি নিয়েছেন সাকিব। এ ছাড়া সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে সর্বশেষ নিউজিল্যান্ড সফরেও ছিলেন না তিনি।


এদিকে সাকিব ছাড়াও আইপিএল মাতাতে দেখা যাবে মুস্তাফিজ। এর আগে মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেললেও এবারের আসরে রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে দেখা যাবে তাঁকে। এবারের মৌসুমের নিলাম থেকে ১ কোটি রুপিতে বাঁহাতি এই পেসারকে দলে নিয়েছে রাজস্থান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball