চাহারের সুইংয়ে মুগ্ধ ভারতের সাবেকরা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘আমি ধোনি হলে অন্যদের খেলার সুযোগ করে দিতাম’
৬ ঘন্টা আগে
চেন্নাই সুপার কিংসের হয়ে ২০০তম ম্যাচ খেলে ফেললেন মহেন্দ্র সিং ধোনি। অধিনায়কের এমন মাইলফলকের ম্যাচ জয় দিয়ে রাঙিয়েছে চেন্নাই। দলের জয়ে সবচেয়ে বড় অবদান মিডিয়াম পেসার দীপক চাহারের।
তাঁর দারুণ সব সুইঙ্গারের সামনে দাঁড়াতেই পারেনি পাঞ্জাব কিংসের শক্তিশালী ব্যাটিং লাইনআপ। এই ম্যাচে মাত্র ১৩ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন চাহার। এমন বোলিংয়ের পর ভারতের সাবেক ক্রিকেটাররা প্রশংসায় ভাসিয়েছেন এই পেসারকে।

ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রী এক টুইটে লিখেছেন, 'নিয়ন্ত্রণ রেখে দু’দিকে ভাল সুইং এখনও সেরা প্রতিপক্ষকেও ঘায়েল করতে পারে। আবারও সেটা প্রমাণ হল। অসাধারণ!'
চাহারের বোলিংয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক সঞ্জয় মাঞ্জরেকার। তিনি লিখেছেন, 'যেমন সুইং, তেমনই নাক্ল বল, বাউন্সার। দুর্দান্ত বোলিং!'
প্রথম ওভারের চতুর্থ বলেই মায়াঙ্ক আগারওয়ালকে বোল্ড করে ফেরান চাহার। সেই ওভারেই ক্রিস গেইলের উইকেটও তুলে নিতে পারতেন চাহার। তবে পয়েন্টে ঋতুরাজ গায়কোয়াদের ক্যাচ হাতছাড়ার কারণে সেই উইকেটের জন্য অপেক্ষা করতে হয়েছে তাকে।
ইনিংসের পঞ্চম ওভারেই গেইলকে এক স্লোয়ারে সাজঘরে ফেরান চাহার। তাঁর বলে পয়েন্টে ক্যাচ নেন রবীন্দ্র জাদেজা। এরপর দারুণ এক বাউন্সারে নিকোলাস পুরানকেও আউট করেন তিনি। শেষ ওভারে তাঁর শিকার গত ম্যাচে দারুণ ব্যাটিং করা দীপক হুদা।