promotional_ad

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার ১৮ সদস্যের দল ঘোষণা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

খালেদের ছোবলের পর বৃষ্টি ও কেলির দাপট

৪২ মিনিট আগে
শেষ বিকেলে ১০১ রানের জুটি গড়েছেন নিক কেলি ও ম্যাট বয়েল, বিসিবি

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। যেখানে দলে ফিরেছেন অ্যাঞ্জেলো ম্যাথুস ও লাহিরু কুমারা।  আর প্র???মবারের মতো দলে জায়গা পেয়েছেন প্রবীন জয়াবিক্রমা ও দিলশান মাদুশঙ্কা।


গেল মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে খেললেও ওয়ানডে সিরিজ চলাকালীন ব্যক্তিগত কারণে দেশে ফিরেছিলেন ম্যাথুস। ফলে টেস্ট সিরিজেও খেলা হয়নি এই অলরাউন্ডারের। তবে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজে দলে ফিরিয়েছে তাঁকে। 


promotional_ad

এদিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার আগে করোনা আক্রান্ত হয়েছিলেন কুমারা। ফলে ক্যারিবীয়দের বিপক্ষে খেলা হয়নি তাঁর। এমনকি সিরিজ খেলতে ক্যারিবীয় দ্বীপুপুঞ্জে যাওয়া হয়নি তাঁর। ডানহাতি এই পেসারকেও ফেরানো হয়েছে বাংলাদেশের বিপক্ষে।


আরো পড়ুন

বাংলাদেশের বিপক্ষে খেলে টেস্ট থেকে অবসর নেবেন ম্যাথিউস

৬ ঘন্টা আগে
ফাইল ছবি

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দারুণ বোলিং করা দুশমন্থ চামিরাকে দেখা যাবে না বাংলাদেশের বিপক্ষে। মূলত পারিবারিক কারণে এই সিরিজ থেকে ছুটি নিয়েছেন ডানহাতি এই পেসার। এদিকে ইনজুরির কারণে টেস্ট দলে নেই লাসিথ এম্বুলদুনিয়া। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টে ইনিজুরিতে পড়েছিলেন তিনি।


ফলে তাঁর বদলি হিসেবে দলে জায়গা পেয়েছেন লেগ স্পিনার জয়াবিক্রমা। এদিকে দলে জায়গা ধরে রেখেছেন পাথুম নিশাঙ্কা, ওশাদা ফার্নান্দো, লাহিরু থিরিমান্নে, নিরোশান ডিকওয়েলা, ধনাঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং রমেশ মেন্ডিস।


দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে ২১ এপ্রিল। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২৯ এপ্রিল। দুটি ম্যাচই হবে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।


শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, দীনেশ চান্দিমাল, দাসুন শানাকা, পাথুম নিশাঙ্কা, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথুস, নিরোশান ডিকওয়েলা, রমেশ মেন্ডিস, বিশ্ব ফার্নান্দো, সুরাঙ্গা লাকমল, রোশান সিলভা, ধনাঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দিলশান মাদুশঙ্কা, প্রবীন জয়াবিক্রমা, লাহিরু কুমারা এবং আশিথা ফার্নান্দো।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball