মুস্তাফিজ যেন বাঁহাতি মুরালিধরন

ছবি: রাজস্থান রয়্যালস

|| ডেস্ক রিপোর্ট ||
মুস্তাফিজের দিল্লিকে উড়িয়ে প্লে অফে মুম্বাই ইন্ডিয়ান্স
২২ মে ২৫
বছর দশেক আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার পাশাপাশি ২০১৪ সালে সবধরনের ক্রিকেটকে বিদায় বলেছিলেন মুত্তিয়া মুরালিধরন। বাইশ গজে ব্যাটে বলের লড়াইয়ে না থাকলেও এখনও আলোচনার খোড়াক হয়ে আছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি স্পিনার।
২০১৪ সালে আইপিএল খেলা ছাড়লেও টুর্নামেন্টটিতে কাজ করছেন স্পিন বোলিং কোচ হিসেবে। তবে এবারের আইপিএলের দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালসের ম্যাচে বাইশগজে যেন মুরালির প্রতিচ্ছবি দেখতে পেলেন মাইকেল স্ল্যাটার। মনে হচ্ছিলো অবসর ভেঙে আবারও আইপিএল খেলতে নেমেছেন মুরালি।

ধারাভাষ্যকক্ষে বসে থাকা স্ল্যাটারের কন্ঠে অবশ্য তেমনই ইঙ্গিত মিলছিল। তবে মাঠে চোখ রাখতেই দেখা গেলো একেবারে ভিন্ন চিত্র। বল হাতে স্লোয়ার, কাটারে ব্যাটসম্যানদের খাবি খাওয়াচ্ছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশি এই পেসারকে দেখেই মূলত মুরালির স্মৃতিচারণ করলেন স্ল্যাটার।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তানকেই এগিয়ে রাখছেন মুরালিধরন
১১ ফেব্রুয়ারি ২৫
একটা সময় তো মুস্তাফিজকে বাঁহাতি বোলারদের মুরালি বলেও আখ্যা দিলেন তিনি। একবার বলেও উঠলেন মুত্তিয়া মুস্তাফিজ। মূলত বল ছাড়ার সময় দুজনের রিস্ট পজিশন ও বল পড়ার মুহূর্তে দুজনের ক্ষেত্রেই মিল দেখতে পান স্ল্যাটার। আর তাতেই মুস্তাফিজকে বাঁহাতিদের মুরালি বলে আখ্যা দিয়েছেন জনপ্রিয় এই ধারাভাষ্যকার।
এমন আখ্যা পাওয়ার দিনে বল হাতে আলো ছড়িয়েছেন মুস্তাফিজ। যেখানে ৪ ওভার বল করে নিয়েছিলেন ২ উইকেট। পাওয়ার প্লের পর প্রথম স্পেলে এসে মার্কোস স্টয়নিসকে স্লোয়ার বলে ফেরান তিনি। এরপর নিজের শেষ ওভারে টম কারানকে বোল্ড করেন মু্স্তাফিজ। সতীর্থরা সুযোগ হাতছাড়া না করলে উইকেটের সংখ্যাটা আরও বেশি হতে পারতো বাঁহাতি এই পেসারের।
স্ল্যাটারের এমন আখ্যা দেয়ার দুদিন পর মুস্তাফিজকে নিয়ে একই কাণ্ড করেছে রাজস্থান। মুরালির জন্মদিনে নিজেদের অফিসিয়াল পেজে একসঙ্গে মুস্তাফিজ ও মুরালির ছবি আপলোড করেছে দলটি। যেখানে ক্যাপশনে তারা লিখেছেন, ‘ফিজ যখন তার রানিং শুরু করেন এবং ফিজ যখন বল ছাড়েন।