promotional_ad

জিম্বাবুয়ে দলে ফিরেছেন টেইলর-আরভাইন

 সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এ মাসেই দেশটিতে সফর করতে যাচ্ছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সে উপলক্ষে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড।


দলে ফিরেছেন অভিজ্ঞ ক্রিকেটার ব্রেন্ডন টেইলর এবং ক্রেগ আরভাইন। স্বাস্থ্য জটিলতার কারণে এই দুই ক্রিকেটার আফগানিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের সর্বশেষ সিরিজের দলে ছিলেন না।


promotional_ad

প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন ব্যাটসম্যান টাডিওয়ান্সে মারুমানি, পেসার টানাকা সিভাঙ্গা এবং স্পিনার টাপিওয়া মুফুডজা। ১৯ বছর বয়সী মারুমানি দেশটির ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে দারুণ ব্যাট করেছেন।


সেই টুর্নামেন্টে তার খেলা পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই হাফ সেঞ্চুরি হাকিয়েছিলেন তিনি। যে কারণে পাকিস্তানের বিপক্ষে সিরিজে তাকে দলে রেখেছে জিম্বাবুয়ের নির্বাচকরা।


দীর্ঘ ৫ বছর পর দলে অন্তভূক্ত হয়েছেন লুক জংয়ে। এই ক্রিকেটার সর্বশেষ ২০১৬ সালে জিম্বাবুয়ের হয়ে খেলেছিলেন। তবে ইনজুরির কারণে দল রাখা হয়নি সিকেন্দার রাজাকে।


জিম্বাবুয়ে স্কোয়াড: শন উইলিয়ামস (অধিনায়ক), রায়ান বার্ল, রেজিস চাকাভা, তানাতা সিভাঙ্গা, ক্রেগ আরভাইন, লুক জংয়ে, তিনাসে তামুনহুকামে, ওয়েসলে মাধুভেরে, টাডিওয়ান্সে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টানাকা সিভাঙ্গা, টাপিওয়া মুফুডজা, ব্লেসিং মুজারাম্বানি, রিচার্ড নাগার্ভা, ব্রেন্ডন টেইলর, ডোনাল্ড ত্রিপানো।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball