শান্ত-মুমিনুলের ব্যাটিংয়ে মুগ্ধ ডমিঙ্গো

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অধিনায়ক হিসেবে বড় কিছু অর্জনের লক্ষ্য লিটনের
১২ মে ২৫
বয়সভিত্তিক দলে দারুণ ব্যাটিং করলেও আন্তর্জাতিক পর্যায়ে এসে নিজেকে মেলে ধরতে পারছিলেন না নাজমুল হোসেন শান্ত। তবে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে সেঞ্চুরি করে ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে এসেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ক্যান্ডিতে লঙ্কানদের বিপক্ষে শান্তর ব্যাটিং মনে ধরেছে রাসেল ডমিঙ্গোর।
দ্বিতীয় দিনের খেলা শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশের এই প্রধান কোচ জানিয়েছেন, শান্তর ব্যাটিংয়ে তিনি সন্তুষ্ট। রানে ফিরতে শান্ত কয়েক মাস ধরেই পরিশ্রম করছেন বলে জানান তিনি। শুধু তাই নয়, বিদেশের মাটিতে প্রথমবারের মতো সেঞ্চুরি পাওয়া মুমিনুলের ব্যাটিংয়েরও প্রশংসা করেছেন ডমিঙ্গো।

দ্বিতীয় দিনের প্রথম সেশনে ইনিংসের ১১৩তম ওভারে ধনঞ্জয়া ডি সিলভাকে চার মেরে ক্যারিয়ারে প্রথমবারের মতো দেড়শো রানের কোটা পূর্ণ করেন প্রথম দিন ১২৬ রানে অপরাজিত থাকা শান্ত। ৩৫০ বলে ছুঁয়েছেন ১৫০ রানের কোটা। তবে মধ্য বিরতি থেকে ফিরে লাহিরু কুমার বলে তাঁর হাতেই ক্যাচ দিয়ে ১৬৩ রান করে ফেরেন ২২ বছর বয়সি এই ব্যাটসম্যান।
পিএসএলে রিশাদ-শাহীন আফ্রিদিদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো
২৯ মার্চ ২৫
শান্তর ব্যাটিংয়ের প্রশংসা করতে গিয়ে ডমিঙ্গো বলেন, ‘আমার মনে হয় সে যেভাবে ইনিংসটি খেলেছে তা নিয়ে অনেক আলোচনা হয়েছে। অনেকটা ধৈর্য ধরে, কিছু বল ছেড়ে দিয়ে এবং স্কোরিং এরিয়াতে খেলেছে। সে দারুণ ইনিংস খেলেছে। আমি সত্যিই সন্তুষ্ট। সে তার খেলা নিয়ে কয়েক মাস ধরেই পরিশ্রম করছে।’
এদিকে প্রথম দিন ৬৪ রানে অপরাজিত থাকা মুমিনুল দ্বিতীয় দিনের প্রথম সেশনেই সেঞ্চুরি তুলে নেন। ২২৪ বলে সেঞ্চুরি পূর্ণ করেন মুমিনুল। টেস্ট ক্যারিয়ারে এটি তাঁর ১১তম সেঞ্চুরি। দেশের মাটিতে ১০ সেঞ্চুরি থাকলেও দেশের বাইরে এবারই প্রথমবারের মতো সেঞ্চুরির দেখা পেয়েছেন বাংলাদেশের এই টেস্ট অধিনায়ক। যার দারুণ এক অর্জন বলে মনে করেন ডমিঙ্গো।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মনে করি তার খেলাটা সে ভালো বুঝে। সে খুব শান্ত। আমার মনে হয় তাঁকে ঘরের মাঠে প্রতিষ্ঠিত টেস্ট ম্যাচ ভাবা হয়। সে তার প্রস্তুতিতে একেবারে নিখুঁত। সে কঠোর পরিশ্রম করে। সে জানে তার শক্তি ও দুর্বলতা কি। আমি মনে করি সে দুর্দান্ত টেস্ট ব্যাটসম্যান। নেতৃত্ব দেয়ার জন্য সে যথাসাধ্য চেষ্টা করে। সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছিল, এখানেও সেঞ্চুরি পেলো। আমার মনে হয় তার এখন ১১ সেঞ্চুরি। যা দুর্দান্ত একটি অর্জন।’