টসে জিতে ব্যাটিং করবে না ফিল্ডিং নেবে এখন সেটা জানি: পাপন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
খালেদের ছোবলের পর বৃষ্টি ও কেলির দাপট
০ মিনিট আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হলেও দলের ভেতরে কি হচ্ছে এসব জানতেন না নাজমুল হাসান পাপন। গণমাধ্যমে বোর্ড সভাপতির এমন মন্তব্যে বেশ কয়েকবারই বিতর্কের তৈরি হয়েছিল। তবে শ্রীলঙ্কা সফরের দলের ভেতর কি হচ্ছে, একাদশ কেমন হবে কিংবা টসে জিতলে বাংলাদেশ বোলিং নেবে নাকি ব্যাটিং করবে এখন সবই জানেন পাপন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ হারের পর বোর্ড সভাপতি গণমাধ্যমে জানিয়েছিলেন যে, দলের ভেতর কি হচ্ছে সেটা জানেন না তিনি। এমনকি টস জিতলে কি নেবে আর একাদশ কেমন হবে সেটা জানলেও দল মাঠে নামলে দেখা যেতো একেবারে ভিন্ন চিত্র।

যা নিয়ে বেশ কয়েকবারই অন্তুষ্টি প্রকাশ করেছেন পাপন। যেখানে বাংলাদেশের ভারত সফরের উদাহরণ টেনে টেস্ট অধিনায়ক মুমিনুল হকের ওপর চটেছিলেন বোর্ড সভাপতি। তবে শ্রীলঙ্কা সফরের দলের ভেতর কি হচ্ছে সব খবরই রাখছেন তিনি। শনিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জানিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে পাপন বলেন, ‘এবার যেটা হচ্ছে, অন্তত জানি। একাদশ কী হচ্ছে, টসে জিতে বোলিং নেবে নাকি ব্যাটিং, এই জিনিসগুলো জানি। আগে যেটা ছিল, এই জিনিসগুলো জানতামই না। জানলে যেটা হয়, আমার যদি কিছু বলার থাকে, বলতে পারি। সেদিক থেকে যোগাযোগ শুরু হয়েছে।’
দীর্ঘদিন জাতীয় দলের সঙ্গে না থাকলেও চলমান শ্রীলঙ্কা সফরে টিম লিডারের দায়িত্বে রয়েছেন খালেদ মাহমুদ সুজন। পাপন মনে করেন দলের সঙ্গে সুজন থাকায় ক্রিকেটাররা আরও বেশি আত্মবিশ্বাস পাবেন। কারণ জাতীয় দলের এই সাবেক ক্রিকেটার সবসময় দলকে উজ্জীবিত করার চেষ্টা করেন।
পাপন বলেন, ‘অবশ্যই খালেদ মাহমুদ সেখানে থাকাতে আমার মনে হয় টিমের মধ্যে আরও স্পিরিটেড হওয়া উচিত। হওয়ার মতোই একজন, সবসময়ই দলকে উজ্জ্বীবিত করার চেষ্টা করে সে।। ওই দিক থেকে চিন্তা করলে ঠিক আছে।’