বাংলাদেশের বিপক্ষে আর মাঠে নামা হচ্ছে না লাহিরু কুমারার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের বিপক্ষে খেলে টেস্ট থেকে অবসর নেবেন ম্যাথিউস
৫ ঘন্টা আগে
বাংলাদেশের বিপক্ষে চলমান দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন শ্রীলঙ্কার পেসার লাহিরু কুমারা। মূলত প্রথম টেস্টের তৃতীয় দিনে ফিল্ডিং করার সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন ডানহাতি এই পেসার। শুক্রবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় এমআরআই স্ক্যান শেষে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
ফলে বাংলাদেশের বিপক্ষে চলমান টেস্টে আর বল করতে দেখা যাবে না কুমারাকে। প্রথম টেস্টে ২৮ ওভার বোলিং করে ৮৮ রান দিয়ে ১ উইকেটে নিয়েছেন ২৪ বছর বয়সি এই পেসার। গেল পাঁচ মাসে দ্বিতীয়বারের মতো টেস্ট শেষ না করেই ছিটকে গেলেন কুমারা।

এর আগে গেল বছরের শেষের দিকে সেঞ্চুরিয়ানে বক্সিং ডে টেস্টের মাঝপথে কুঁচকির ইনজুরির কারণে ছিটকে গিয়েছিলেন তিনি। বক্সিং ডে টেস্টের পর এটিই তাঁর প্রথম টেস্ট ছিল। যদিও পুরো ম্যাচ শেষ হওয়ার আগেই ছিটকে যেতে হলো তাঁকে।
এর মাঝে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেললেও খেলা হয়নি তাঁর। মূলত ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে করোনা আক্রান্ত হওয়ায় ক্যারিবীয়া দ্বীপপুঞ্জে যাওয়া হয়নি ডানহাতি এই পেসারের।
কুমারা ছিটকে যাওয়ায় প্রথম টেস্টের একাদশে আর মাত্র তিনজন ফ্রন্টলাইন বোলাররা রয়েছে। পেসার সুরাঙ্গা লাকমলের সঙ্গে রয়েছেন বিশ্ব ফার্নান্দো ও লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। যদিও দলের প্রয়োজনে হাত ঘুরান স্পিনার ধনাঞ্জয়া ডি সিলভা।
আগামী ২৯ এপ্রিল থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। যেখানে কুমারার পরিবর্তে দলে দেখা যেতে পারে পেসার দিলশান মাদুশঙ্কা কিংবা আশিথা ফার্নান্দোকে। তবে দ্বিতীয় টেস্টে স্পিন নির্ভর দল সাজালে একাদশে সুযোগ পেতেন পারেন প্রভীন জয়াবিক্রমা।