promotional_ad

ব্যাটসম্যানদের ব্যর্থতায় জিম্বাবুয়ের সিরিজ হার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন রানা

৩ ঘন্টা আগে
নাহিদ রানা

টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের সুযোগ পেয়েছিল জিম্বাবুয়ে। টপ অর্ডার ব্যাটসম্যানরা দারুণ শুরু এনে দিলেও সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন জিম্বাবুয়ের লোয়ার র্ডার ব্যাটসম্যানরা। ফলে ২৪ রানে হেরে পাকিস্তানের বিপক্ষে সিরিজ হাত ছাড়া করলো জিম্বাবুয়ে।


জয়ের জন্য ১৬৬ রানের লক্ষ্যে খেলতে নেমে পাকিস্তানের মতোই শুরু করেন জিম্বাবুয়ের দুই ওপেনার উইসলে ম্যাধভেরে ও তারিশাই মুসাকান্দা। উদ্বোধনী জুটিতে এই দুজনের ব্যাট থেকে আসে ৩৭ রান। ১১ বলে ১০ রান করে হাসান আলীর বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে মুসাকান্দা সাজঘরে ফিরলে ভাঙে তাঁদের এই জুটি।


এরপর ৬৫ রানের জুটি গড়ে তুলেন ম্যাধভেরে এবং তাদিওয়ানশে মারুমানি। ২৬ বলে ৩৫ রান করে মারুমানি ফিরলে ভাঙে তাঁদের এই জুটি। ৩৫ রান করা এই ব্যাটসম্যানকে ফেরান মোহাম্মদ হাসনাইন। এরপর সাজঘরে ফেরেন হাফ সেঞ্চুরি করা ম্যাধভেরে।


promotional_ad

৪৭ বলে ৫৯ রান করা এই ওপেনারকে ফেরান হাসান। শেষ দিকে ব্রেন্ডন টেলর ছাড়া আর কোনো ব্যাটসম্যান সেভাবে দাঁড়াতে পারেননি। বাকি ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিলে টেলর ২২ বলে ২০ রান করলেও দলকে জেতাতে পারেননি। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৪১ রান তুলে ২৪ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় জিম্বাবুয়েকে।


আরো পড়ুন

‘বাজবল’ এর হারানো গৌরব ফেরাতে চান ম্যাককালাম

৪ ঘন্টা আগে
ইংল্যান্ডের প্রধান কোচ ব্র্যান্ডন ম্যাককালাম

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেননি পাকিস্তানের দুই ওপেনার শারজিল খান ও মোহাস্মদ রিজওয়ান। ইনিংসের পঞ্চম ওভারেই সাজঘরে ফেরেন বাঁহাতি ওপেনার শারজিল। চলতি সিরিজে প্রথমবারের মতো সুযোগ পাওয়া এই ব্যাটসম্যান আউট হয়েছেন ১৫ বলে ১৮ রান করে।


শারজিলের বিদায়ে ভাঙে ৩৫ রানের উদ্বোধনী জুটি। এরপর অধিনায়ক বাবর আজমকে নিয়ে দারুণ এক জুটি গড়ে তুলেন রিজওয়ান। এই দুজনে মিলে গড়েন ১২৪ রানের অনবদ্য জুটি। ৪৬ বলে ৫২ রান করে বাবর ফিরলে ভাঙে তাঁদের দুজনের এই জুটি। ক্যারিয়ারের ১৮তম হাফ সেঞ্চুরি তুলে নেয়ার দিনে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বাবর।


রায়ান বার্লের ফুলটস বল এক্সট্রা কভার দিয়ে চার মেরে এমন কীর্তি গড়েছেন তিনি। মাত্র ৫২ ইনিংসে সবচেয়ে দ্রুততম ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বাবর। যেখানে ৫৬ ইনিংসে ২ হাজার রান করা বিরাট কোহলির রেকর্ড ভেঙেছেন তিনি।


এদিকে হাফ সেঞ্চুরি তুলে নেন রিজওয়ান। এই উইকেটক্ষক ব্যাটসম্যান শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৬০ বলে ৯১ রানের দুর্দান্ত ইনিংস খেলে। ২০তম ওভারের চতুর্থ বলে ফখর জামান শূন্য রানে ফিরলে নির্ধারিত ২০ ওভারে পাকিস্তান সংগ্রহ করে ৩ উেইকেটে ১৬৫ রান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball