promotional_ad

শ্রীলঙ্কার টেস্ট দলে করুনারত্নে-সান্দাকান

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য নতুন করে দুই ক্রিকেটারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। মূলত, পেসার লাহিরু কুমারার ইনজুরিতে আরেক পেসার চামিকা করুনারত্নে এবং বাঁহাতি রিস্ট স্পিনার লাকসান সান্দাকানকে তাঁরা শেষ টেস্টের দলে নিয়েছে।


রবিবার (২৫ এপ্রিল) এক বিবৃতি বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। যেখানে জানানো হয়েছে, বাংলাদেশের বিপক্ষে শেষ টেস্টের জন্য এই দুই ক্রিকেটারকে শ্রীলঙ্কার দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।


promotional_ad

জাতীয় দলের হয়ে সর্বশেষ ২০১৮ সালে টেস্ট খেলেছিলেন স্পিনার সান্দাকান। এরপর লাসিথ এম্বুলদুনিয়া ও ওয়ানিন্দু হাসারাঙ্গাদের সঙ্গে পাল্লা দিয়ে দলে টিকতে পারেননি তিনি। আর এদিকে ২০১৯ সালের পর টেস্ট দলে ফিরলেন করুনারত্নে।


বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর আগে ১৮ সদস্যের দল ঘোষণা করেছিল লঙ্কান বোর্ড। যেখানে সুরাঙ্গা লাকমলের সঙ্গে দলে ছিল আরও ৪ পেসার। আর স্পিনার হাসরাঙ্গার সঙ্গে ছিল আনক্যাপড প্রভীন জয়াবিক্রমা। কিন্তু প্রথম টেস্টের তৃতীয় দিনে কুমারা ইনজুরিতে পড়লে পেস ইউনিট নিয়ে কিছুটা বিপাকে পড়ে শ্রীলঙ্কা।


হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে প্রথম টেস্টে চতুর্থ দিনই ছিটকে গিয়েছেন ডানহাতি এই পেসার। প্রথম টেস্টে ২৮ ওভার বোলিং করে ৮৮ রান দিয়ে ১ উইকেটে নিয়েছেন ২৪ বছর বয়সি এই পেসার। গেল পাঁচ মাসে দ্বিতীয়বারের মতো টেস্ট শেষ না করেই ছিটকে গেলেন কুমারা। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বক্সিং ডে টেস্টের মাঝপথে ছিটকে গিয়েছিলেন তিনি।


আগামী ২৯ এপ্রিল থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। যেখানে কুমারার পরিবর্তে একাদশে দেখা যেতে পারে পেসার দিলশান মাদুশঙ্কা কিংবা আশিথা ফার্নান্দোকে। তবে দ্বিতীয় টেস্টে স্পিন নির্ভর দল সাজালে একাদশে সুযোগ পেতেন পারেন সান্দাকান কিংবা জয়াবিক্রমা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball