শ্রীলঙ্কার টেস্ট দলে করুনারত্নে-সান্দাকান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য নতুন করে দুই ক্রিকেটারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। মূলত, পেসার লাহিরু কুমারার ইনজুরিতে আরেক পেসার চামিকা করুনারত্নে এবং বাঁহাতি রিস্ট স্পিনার লাকসান সান্দাকানকে তাঁরা শেষ টেস্টের দলে নিয়েছে।
রবিবার (২৫ এপ্রিল) এক বিবৃতি বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। যেখানে জানানো হয়েছে, বাংলাদেশের বিপক্ষে শেষ টেস্টের জন্য এই দুই ক্রিকেটারকে শ্রীলঙ্কার দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

জাতীয় দলের হয়ে সর্বশেষ ২০১৮ সালে টেস্ট খেলেছিলেন স্পিনার সান্দাকান। এরপর লাসিথ এম্বুলদুনিয়া ও ওয়ানিন্দু হাসারাঙ্গাদের সঙ্গে পাল্লা দিয়ে দলে টিকতে পারেননি তিনি। আর এদিকে ২০১৯ সালের পর টেস্ট দলে ফিরলেন করুনারত্নে।
বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর আগে ১৮ সদস্যের দল ঘোষণা করেছিল লঙ্কান বোর্ড। যেখানে সুরাঙ্গা লাকমলের সঙ্গে দলে ছিল আরও ৪ পেসার। আর স্পিনার হাসরাঙ্গার সঙ্গে ছিল আনক্যাপড প্রভীন জয়াবিক্রমা। কিন্তু প্রথম টেস্টের তৃতীয় দিনে কুমারা ইনজুরিতে পড়লে পেস ইউনিট নিয়ে কিছুটা বিপাকে পড়ে শ্রীলঙ্কা।
হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে প্রথম টেস্টে চতুর্থ দিনই ছিটকে গিয়েছেন ডানহাতি এই পেসার। প্রথম টেস্টে ২৮ ওভার বোলিং করে ৮৮ রান দিয়ে ১ উইকেটে নিয়েছেন ২৪ বছর বয়সি এই পেসার। গেল পাঁচ মাসে দ্বিতীয়বারের মতো টেস্ট শেষ না করেই ছিটকে গেলেন কুমারা। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বক্সিং ডে টেস্টের মাঝপথে ছিটকে গিয়েছিলেন তিনি।
আগামী ২৯ এপ্রিল থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। যেখানে কুমারার পরিবর্তে একাদশে দেখা যেতে পারে পেসার দিলশান মাদুশঙ্কা কিংবা আশিথা ফার্নান্দোকে। তবে দ্বিতীয় টেস্টে স্পিন নির্ভর দল সাজালে একাদশে সুযোগ পেতেন পারেন সান্দাকান কিংবা জয়াবিক্রমা।