পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের দলে ফিরলেন টেইলর

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টি-টোয়েন্টি সিরিজ শেষে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। এ উপলক্ষে ১৬ সদস্যের দল ঘোষণা করেছেন জিম্বাবুয়ে ক্রিকেট। ৫জন নতুন মুখের সঙ্গে দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ব্রেন্ডন টেইলর।
টেইলর শারীরিক অসুস্থতার জন্য আফগানিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের সর্বশেষ সিরিজের দলে ছিলেন না। তার সঙ্গে ছিলেন না ক্রেগ আরভাইনও। কিন্তু ইনজুরি থেকে সেরে না ওঠায় পাকিস্তানের বিপক্ষেও দলে নেই এই বাঁহাতি ব্যাটসম্যান।
একই সঙ্গে দলে নেই অলরাউন্ডার সিকান্দার রাজাও। হাড়ের ইনফেকশনের কারণে তাকে জাতীয় দলের স্কোয়াডে বিবেচনা করা হয়নি। ফলে টি-টোয়েন্টি সিরিজের পর টেস্ট সিরিজেও খেলা হচ্ছে না তার।

লুক জং, রিচার্ড নাগার্ভা, রয় কাইয়া, মিল্টন সুম্বা সহ তানাকা চিভাঙ্গা এই পাঁচ জন ক্রিকেটার প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন। দল থেকে বাদ পড়েছেন গত সিরিজের বেশ কয়েকজন ক্রিকেটার।
রায়ান বার্ল, ওয়েসলে মাধুভেরে, রিচমন্ড মুতাম্বানি এবং ব্রেন্ডন মাভুতার পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য দলে জায়গা হয়নি। টেস্ট সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ২৯ এপ্রিল হারারে স্পোর্টস গ্রাউন্ডে।
জিম্বাবুয়ে টেস্ট দল: শন উইলিয়ামস (অধিনায়ক), রেজিস চাকাভা, তানাকা চিভানগা, লুক জংউই, ওয়েলিংটন মাসাকাদজা, প্রিন্স মাসভাউরে, তারিসাই মুসাকানদা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ব্রেন্ডন টেইলর, ডোনাল্ড ত্রিপানো, ভিক্টর নিয়াচি, মিল্টন সুম্ভা, টেন্ডাই চিসোরো, রয় কাইয়া এবং কেভিন কাসুজা।