৬ বছর নিষিদ্ধ সাবেক লঙ্কান পেসার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইসিসির ওয়ানডে মর্যাদা পেল সংযুক্ত আরব আমিরাত, হারাল যুক্তরাষ্ট্র
৩ মে ২৫
সাবেক লঙ্কান ক্রিকেটার নুয়ান জয়সাকে ৬ বছরের জন্য নিষিদ্ধ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তাঁর এই শাস্তি ২০১৮ সালের ৩১ অক্টোবর থেকে কার্যকর ধরা হয়েছে।
২০১৮ সালের শেষদিকে জয়সার বিরুদ্ধে আইসিসি বেশ কয়েকটি দুর্নীতি বিরোধী ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়। এরপর একটি স্বাধীন ট্রাইব্যুনালে শোনা হয় জয়সার কথা।

সেই ট্রাইব্যুনাল এই লঙ্কানকে দোষি সাব্যস্ত করেছে বলে জানিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ২০১৯ সালের মে মাসে তাকে ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ করে আইসিসি।
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজন করতে চায় ভারত
১০ মে ২৫
সংযুক্ত আরব আমিরাতে হওয়া টি-টেন লিগে দুর্নীতির ২.১.১, ২.১.৪ এবং ২.৪.৪ ধারাগুলো ভঙ্গ করেন জয়সা। তার বিরুদ্ধে ম্যাচের ফলাফল অথবা গতিপ্রকৃতি বদলে দেয়ার জন্য একটি চক্রের সঙ্গে চুক্তি হয়েছিল বলেও প্রমাণ পাওয়া গেছে।
এছাড়াও তাদেরকে ম্যাচ ফিক্সিংয়ে প্রলুব্ধ করার অভিযোগও রয়েছে সাবেক এই লঙ্কান ক্রিকেটারের বিরুদ্ধে। ম্যাচ ফিক্সিং সংশ্লিষ্ট প্রস্তাব পেয়েও সেটা আকসুকে না জানিয়ে আইসিসির দুর্নীতি বিরোধী ধারা ভঙ্গ করেছেন তিনি।
আইসিসি তাদের এক বিবৃতিতে বলেছে, 'জয়সার বিরুদ্ধে এই শাস্তি এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) হয়ে প্রদাণ করেছে আইসিসি। তিনি ইসিবির তিনটি দুর্নীতি বিরোধী ধারা ভঙ্গ করেছেন টি-টেন লিগে এবং এই শাস্তির প্রক্রিয়া চলমান থাকবে।'