এই উইকেটে ৫৫০ খুব ভালো স্কোর: ফার্নান্দো

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের বিপক্ষে খেলে টেস্ট থেকে অবসর নেবেন ম্যাথিউস
৬ ঘন্টা আগে
দ্বিতীয় টেস্টের প্রথম দিনে শ্রীলঙ্কার ব্যাটম্যানরা দাপট দেখালেও দ্বিতীয় দিনে এসে অবশ্য দারুণ বোলিং করেছে বাংলাদেশের বোলাররা। তাসকিন আহমেদ-তাইজুল ইসলামদের সাফল্যে ভাটা পড়েছে লঙ্কানদের রান তোলায়। প্রথম দিনের উইকেট দেখে হচ্ছিলো অনায়াসে ৬০০ কিংবা ৬৫০ রান তুলবেন শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা।
ম্যাচের প্রথম দিন শেষে এমন ইঙ্গিত দিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়কও। তবে দিন বদলাতেই পাল্টে গেছে পাল্লেকেলের উইকেট। প্রথম দিন সুবিধা না পেলেও দ্বিতীয় দিনে অবশ্য উইকেট থেকে অনেকটা সুবিধা পেয়েছেন বোলাররা। ফলে এই উইকেটে ৬০০ নয় বরং ৫৫০ খুবই ভালো স্কোর বলে মনে করেন ওশাদা ফার্নান্দো।

প্রথম দিনের মতো দ্বিতীয় দিনে অবশ্যই ব্যাটসম্যানদের একই রকম সুবিধা ছিল। ম্যাচের দ্বিতীয় দিনে অবশ্য উইকেট থেকে বাউন্স এবং টার্ন পেয়েছেন বোলাররা। বিশেষ করে প্রথম দুই সেশনে দেখা গেছে বোলারদের দাপট। যদিও শেষ বিকেলে দারুণ ব্যাটিং করেছেন লঙ্কান ব্যাটসম্যানরা।
পেসারদের বল যেমন বাউন্স করতে দেখা গেছে তেমনি বেশ কিছু বল নিচু হতেও দেখা গেছে। তাতে এই উইকেটে ৫৫০ রানকে যথেষ্ট মনে করছেন ফার্নান্দো। সেই সঙ্গে দ্বিতীয় দিনের শেষ বিকেলে বাংলাদেশকে ১৫-২০ ওভার ব্যাটিং করানোর পরিকল্পনা করেছিল শ্রীলঙ্কা। তবে সেই পরিকল্পনা ভেস্তে গেছে বিকেলের খারাপ আবহাওয়ার কারণে।
দ্বিতীয় দিন শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ফার্নান্দো বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল যে দিনের শেষ দিকে তাদেরকে ১৫-২০ ওভার ব্যাটিং করতে দেয়া। কিন্তু আবহাওয়া কারণে এবং মাঝখানে বেশ কয়েকটি হারিয়েছি বলে আমরা আটকে গেছি। আমি যা দেখেছি তাতে এই উইকেটে ৫৫০ রান খুবই ভালো স্কোর।’
এদিকে বাংলাদেশের বোলারদের প্রশংসা করেছেন ফার্নান্দো। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সকালে তারা ভালো বোলিং করেছিল। তাই আমরা দ্রুত স্কোর করতে পারিনি। তারা দারুণ লাইন এবং লেন্থে বোলিং করেছে। যেহেতু কিছুটা মেঘে ঢাকা ছিল তাই সম্ভবত তারা কিছুটা সহায়তা পেয়েছে।’