ফাওয়াদের সেঞ্চুরিতে পাকিস্তানের বড় লিড
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন রানা
৩ ঘন্টা আগে
ফাওয়াদ আলমের সেঞ্চুরি ও ইমরান বাটের অনবদ্য ৯১ রানের সুবাদে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে লিড নিয়েছে পাকিস্তান। জিম্বাবুয়ের চেয়ে ১৯৮ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করেছে সফরকারীরা। পাকিস্তানের হয়ে ১০৮ রানে অপরাজিত রয়েছেন ফাওয়াদ। আর জিম্বাবুয়ের হয়ে ৩টি উইকেট নিয়েছেন ডোনাল্ড ত্রিপানো।
প্রথম দিনের শেষ সেশনে দারুণ ব্যাটিং করলেও দ্বিতীয় দিনে অবশ্য সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি ইমরান বাট ও আবিদ আলী। প্রথম সেশনের শুরুতেই সাজঘরে ফেরেন হাফ সেঞ্চুরি করা আবিদ। ১৪০ বলে ৬০ রান করা ডানহাতি এই ওপেনারকে ফেরান টেন্ডাই চিসোরো।
এদিকে দিনের প্রথম সেশনেই হাফ সেঞ্চুরি তুলে নেন ইমরান। আর তিনে নেমে ধীরগতির শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি আজহার আলী। ৫ চারের সাহায্যে ৭০ বলে ৩৬ রানের ইনিংস খেলে ক্যাচ আউট হয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান। আজহারকে ফিরিয়ে নিজের প্রথম উইকেট তুলে নেন ত্রিপানো। পরের বলেই বাবর আজমকে আউট করেন ডানহাতি এই পেসার।

রয় কাইয়ার হাতে ক্যাচ দিয়ে কোনো রান না করেই প্যাভিলিয়নে ফিরেছেন পাকিস্তানের এই অধিনায়ক। টেস্ট ক্যারিয়ারে এবারই প্রথম শূন্য রানে আউট হয়েছেন বাবর। ডানহাতি এই ব্যাটসম্যানের বিদায়ের পর মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলেন ইমরান।
২৩৬ বলে ৯১ রান করে ইমরান আউট হলে ভাঙে তাঁদের দুজনের ৪৪ রানের জুটি। তাঁকে ফেরান রিচার্ড নাগারভা। এরপর অবশ্য ফাওয়াদ ও রিজওয়ান মিলে শতরানের জুটি গড়েন রিজওয়ান। ৪৫ রান করে রিজওয়ান ফিরলে ভাঙে তাঁদের দুজনের ১০৭ রানের অনবদ্য জুটি।
এই উইকেটরক্ষকের বিদায়ের পর এদিন থিতু হতে পারেননি ফাহিম আশরাফ। কোনো রান না করেই ত্রিপানোর বলে সাজঘরে ফেরেন ফাহিম। এদিকে শেষ বিকেলে সেঞ্চুরি তুলে নিয়েছেন ফাহিম। ত্রিপানোকে চার মেরে ১৪৪ বলে সেঞ্চুরি পূর্ণ করেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
দ্বিতীয় দিন শেষে ১০৮ রানে অপরাজিত রয়েছেন ফাহিম। শেষ বিকেলে তাঁকে দারুণভাবে সঙ্গে দেয়া হাসান আলী অপরাজিত রয়েছেন ১৮ বলে ২১ রান। তাতে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ৩৭৪ রান।
সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে):
জিম্বাবুয়ে (প্রথম ইনিংস): ১৭৬/১০ (ওভার ৫৯.১) (রয় ৪৮, ত্রিপানো ২৮, শুম্বা ২৭, শাহীন ৪/৪৩, হাসান ৫৩/৪)
পাকিস্তান (প্রথম ইনিংস): ৩৭৪/৬ (ওভার ১২০) (ফাওয়াদ ১০৮*, আবিদ ৬০, ইমরান ৯১, রিজওয়ান ৪৫, ত্রিপানো ৩/৮৯)