promotional_ad

শ্রীলঙ্কা কিংবদন্তি একাদশের অধিনায়কত্বে জয়সুরিয়া

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাংলাদেশের বিপক্ষে খেলে টেস্ট থেকে অবসর নেবেন ম্যাথিউস

৬ ঘন্টা আগে
ফাইল ছবি

শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে টি-টোয়েন্টি চ্যারিটি ম্যাচের আয়োজন করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। যেখানে সাবেক ক্রিকেটারদের বিপক্ষে খেলবেন বর্তমানে জাতীয় দলে খেলা ক্রিকেটাররা।


চ্যারিটি ম্যাচকে সামনে রেখে দুই দলের স্কোয়াড ঘোষণা করেছে এসএলসি। যেখানে শ্রীলঙ্কা কিংবদন্তি একাদশের অধিনায়কের দায়িত্বে রয়েছেন সনাৎ জয়সুরিয়া আর টিম শ্রীলঙ্কার দায়িত্বে টি-টোয়েন্টি অধিনায়ক দাসুন শানাকা। দুই দলের স্কোয়াডেই রয়েছেন ১৪ জন করে ক্রিকেটার।


promotional_ad

জয়সুরিয়া ছাড়াও শ্রীলঙ্কা কিংবদন্তি একাদশের হয়ে খেলতে দেখা যাবে অরবিন্দ ডি সিলভা, পারভেজ মাহরুফ ও নুয়ান কুলাসেকারার মতো কিংবদন্তিদের। তবে চ্যারিটি ম্যাচটিতে খেলতে দেখা যাবে না রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে শ্রীলঙ্কা লিজেন্ডসকে নেতৃত্ব দেয়া তিলকারত্নে দিলশানকে।


এ ছাড়া স্কোয়াডে নেই মাহেলা জয়বর্ধনে, কুমার সাঙ্গাকারা ও মুত্তিয়া মুরালিধরনের মতো কিংবদন্তি ক্রিকেটাররা। মূলত, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির কোচের দায়িত্বে থাকায় এই ম্যাচে অংশ নিতে পারছেন না তাঁরা।


আগামী ৪ মে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে ম্যাচটি। স্থানীয় সময় সাতটায় মাঠে নামবে এই দুই দল। করোনা মহামারীর বিপক্ষে লড়তে প্রতিষ্ঠিত তহবিলে সমর্থন দিতেই এই ম্যাচটির আয়োজন করতে যাচ্ছে এসএলসি। এই ম্যাচ থেকে আয়কৃত পুরো অর্থই ব্যয় করা হবে করোনার বিপক্ষে লড়তে।


শ্রীলঙ্কা কিংবদন্তি একাদশ: সনাৎ জয়সুরিয়া (অধিনায়ক), অরবিন্দ ডি সিলভা, হাসান তিলকারত্নে (কোচ এবং খেলোয়াড়), পারভেজ মাহরুফ, উপুল চন্দনা, উপুল থারাঙ্গা, নুয়ান কুলাসেকারা, থিলিনা তুষারা, ধামিকা প্রসাদ, চামারা সিলভা, মালিন্দা ওয়ার্নাপুরা, ইন্দিকা ডি সারাম, জিহান মোবারক এবং সামান জয়ন্থ।


টিম শ্রীলঙ্কা: দাসুন শানাকা (অধিনায়ক), কুশাল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, ভানুকা রাজাপাকশা, ইসুরু উদানা, রমেশ মেন্ডিস, সাদেরা সামারাবিক্রমা, থিসারা পেরেরা, পাথুম নিশাঙ্কা, চামিকা করুনারত্নে, লাকশান সান্দাকান, রোশেন সিলভা, আসিথা ফার্নান্দো এবং বিজয়াকান্ত বিজাসকান্ত।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball