ডমিঙ্গোর কাঠগড়ায় ব্যাটসম্যানরা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পিএসএলে রিশাদ-শাহীন আফ্রিদিদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো
২৯ মার্চ ২৫
পাল্লেকেলে টেস্টের প্রথম দুই দিনে বোলাররা খুব বেশি সুবিধা না পেলেও তৃতীয় দিনে এসে উইকেট থেকে বাড়তি বাউন্স ও টার্ন পেয়েছেন বোলাররা। আর তাতেই ধস নামে বাংলাদেশের ব্যাটিং ইউনিটের। মূলত লঙ্কানদের স্পিনারদের সামাল দিতে না পেরে প্রথম ইনিংসে মাত্র ২৫১ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। টাইগার ব্যাটিং ধসের জন্য ব্যাটসম্যানদের কাঠগড়ায় তুলেছেন রাসেল ডমিঙ্গো। বাংলাদেশের এই প্রধান কোচ মনে করেন, ব্যাটসম্যানদের মনোযোগে ঘাটতি রয়েছে।
শ্রীলঙ্কার করা ৪৯৩ রানের জবাব দিতে নেমে শুরুটা অবশ্যই ভালোই করেছিলেন দুই ওপেনার তামিম ইকবাল ও সাইফ হাসান। প্রথম টেস্টের মতো এদিনও দ্রুতগতিতে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন তামিম। এ দুজনে মিলে দারুণ জুটি গড়লেও প্রভীন জয়াবিক্রমার করা অফ স্টাম্পের বাইরে বল খোঁচা দিয়ে গালিতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন সাইফ

মধ্যাহ্নভোজের বিরতির আগে শান্তও টিকতে পারেননি বেশিক্ষণ। ৪ বলে কোনো রান না করে রামেশ মেন্ডিসের বলে স্লিপে লাহিরু থিরামান্নের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। এরপর অবশ্য মুমিনুল হক, তামিম ও মুশফিকুর রহিম মিলে শুরুর বিপর্যয় সামলে নিয়েছিলেন। লাঞ্চের পর ৯২ রানে তামিম আর চা বিরতির ঠিক আগে ৪০ রান সাজঘরে ফেরেন মুশফিক।
খালেদের ছোবলের পর বৃষ্টি ও কেলির দাপট
৫ মিনিট আগে
চা বিরতি থেকে ফিরে একেবারে ধস নামে ব্যাটিং অর্ডারের। ফলে শেষ ৩৭ রানের মধ্যেই ৭ উইকেট হারায় বাংলাদেশ। তাতে শ্রীলঙ্কার থেকে ২৪২ রানে পিছিয়ে থেকে মাত্র ২৫১ রানে গুটিয়ে যায় মুমিনুলের দল। এমন ব্যাটিংয়ের জন্য কোনো অজুহাত দাঁড় করাতে চান না ডমিঙ্গো।
তৃতীয় দিন শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ব্যাটিং ব্যর্থতা নিয়ে ডমিঙ্গো বলেন, ‘না, কোনো অজুহাত নেই। ছেলেরা তাদের সর্বোচ্চটা দিয়েছে, তারা অনেক পরিশ্রম করছে, তারা চেষ্টা করছে। অজুহাত নয়, কিন্তু মাঠে অনেক সময় কাটানোয় তারা হয়ত মনোযোগে একটু ঘাটতি হয়েছিল ব্যাটিংয়ের সময়। আপনাদের মনে রাখতে হবে ছেলেরা প্রায় ৩৮০ ওভার মাঠে কাটিয়েছে। সেটা মানসিক ও শারীরিকভাবে প্রভাব রাখে এবং সেটিই হইয়ত আজকে আমাদের ব্যাটিং ধসের আংশিক কারণ।’
শ্রীলঙ্কার গরমের মাঝেও প্রায় ৩৭০-৩৮০ ওভার মাঠে থাকাকেও কারণ হিসেবে দেখছেন তিনি। তিনি মনে করেন, ক্রিকেটাররা মানসিক ও শারীররিকভাবে হয়তো কিছুটা ক্লান্ত হয়েছে। এ প্রসঙ্গে ডমিঙ্গো বলেন, ‘আমার মনে হয় এটা (ব্যাটিং ধস) বেশ কিছু জিনিসের সমন্বয়। ছেলেরা গত ৪-৫ দিনে অনেক সময় মাঠে কাটিয়েছে, তারা হয়ত মানসিকভাবে একটু ক্লান্ত।’
তিনি আরও বলেন, ‘আমার মনে হয় আমরা শেষ ৪-৫ দিনে প্রায় ৩৭০ ওভারের জন্য মাঠে ছিলাম, যা অবশ্যই একজন ক্রিকেটারকে ক্লান্ত করে ফেলে। শারীরিক এবং মানসিকভাবে। সেটি একটি কারণ হতে পারে। অবশ্যই সেখানে একটি বা দুটি সফট ডিসমিসাল ছিল। কিন্তু আমাদের দ্বিতীয় ইনিংস এখনও বাকি আছে এবং আমাদের নিজেদেরকে মানসিকভাবে প্রস্তুত করতে হবে সেটির জন্য যা গুরুত্বপূর্ণ হবে।’