আমার জন্য এটা বড় সুযোগ: ইমরুল

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
৩ সেঞ্চুরির ম্যাচে প্রাইম ব্যাংকের জয়
২৪ মার্চ ২৫
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দলে জায়গা পেয়েছেন ইমরুল কায়েস। ২০১৮ সালের পর এবারই প্রথম জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে সুযোগ পেয়েছেন বাঁহাতি এই ওপেনার। এটিকে নিজের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন ইমরুল।
সর্বশেষ ২০১৮ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছিলেন ইমরুল। এরপর কোনো ওয়ানডে খেলা হয়নি তাঁর। এমনকি এই সময়ের মধ্যে প্রাথমিক দলেও জায়গা পাননি তিনি। দীর্ঘদিন পর সুযোগ পাওয়ায় নির্বাচকদের ধন্যবাদ জানিয়েছেন বাঁহাতি এই ওপেনার।

সেই সঙ্গে জাতীয় দলের বাইরে থাকলে মানসিকভাবে প্রস্তুত থাকা কঠিন বলে জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে ইমরুল বলেন, ‘ধন্যবাদ জানাই (নির্বাচকদের) যে আমি আবারও প্রাথমিক দলে ডাক পেয়েছি। এটা আমার জন্য অবশ্যই অনুপ্রেরণার। কারণ জাতীয় দলের বাইরে থাকলে, স্কোয়াডের বাইরে থাকলে আসলে মানসিকভাবে প্রস্??ুত থাকা যায় না জাতীয় দলে খেলার জন্য।’
খালেদের ছোবলের পর বৃষ্টি ও কেলির দাপট
৫ মিনিট আগে
তিনি আরও বলেন, ‘আমি বলবো যে এটা আমার জন্য অনেক বড় সুযোগ আবার নতুন করে চিন্তা ভাবনা করার। আর আমি নিজেকে ওভাবে প্রস্তুত করতে পারবো। আমার যে ঘাটতিগুলো ছিল এখন আমি এগুলো নিয়ে কাজ করতে পারবো। আমার মনে হয় যে এটা আমার জন্য অনেক বড় একটা সুযোগ আবারও জাতীয় দলকে প্রতিনিধিত্ব করার জন্য।’
দীর্ঘদিন জাতীয় দলে না থাকলেও মাঝে মাঝে বাদ পড়া খেলোয়াড়ের জন্য ভালো বলে মনে করেন ইমরুল। বাড় পড়লে অনেক কিছু শেখা যায় এবং নিজের ভুলগুলো নিয়ে কাজ করা যায় বলে জানান তিনি। জাতীয় দলে না থাকলেও একেবারে সুযোগ শেষ হয়ে গেছে বলে ভাবেন না বাঁহাতি এই ওপেনার। সেই সঙ্গে দলে ফেরার জন্য সবসময় অনুশীলন করে যান বলে জানিয়েছেন তিনি।
ইমরুল বলেন, ‘জাতীয় দলের বাইরে থাকলে যে জিনিসটা হয় অনেক আপসেট থাকতে হয়। জাতীয় দলের খেলা যখন দেখা হয় তখন ওই জায়গাটাকে অনেক মিস করা হয়। তারপরও আমি বলবো যে কিছু কিছু সময় বাদ পড়াটা খেলোয়াড়ের জন্য ভালো, অনেক কিছু শেখা যায় ওখান থেকে, নিজের ভুলগুলো নিয়ে, কি কি ভুল হয়েছে।’
তিনি আরও যোগ করেন, ‘আর আমি আসলে কখনও ওভাবে মনে করিনাই যে আমি জাতীয় দলের বাইরে চলে গেছি। সবসময়ই আমি ড্রেসিঙ্গরুমটা উপভোগ করি, এটার জন্য আমি যে অনুশীলনটা দরকার, কঠোর পরিশ্রমটা দরকার সেটা করে যাই সবসময়। আমি কখনো ভাবিনা যে জাতীয় দল থেকে বাদ পড়লে আমি বের হয়ে গেছি। আমি মনে করি পাশেই আছি, হয়তো বা পারফর্ম করতে পারলে আবার কামব্যাক করবো।’