শ্রীলঙ্কা থেকে দেশে ফিরলো বাংলাদেশ

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
৭ উইকেট নিয়ে প্রোটিয়াদের একাই ধসিয়ে দিলেন রাকিবুল, বিপর্যয়ে বাংলাদেশও
১৭ ঘন্টা আগে
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে দেশে ফিরলো বাংলাদেশ। মঙ্গলবার (এপ্রিল) বিকাল ৩ টা ২৫ মিনিটে চার্টার্ড ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে মুমিনুল হকের দল।
দেশের করোনা পরিস্থিতি ভালো না হলেও আপাতত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে না ক্রিকেটারদের। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ক্রিকেটারদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ফলে বিমান বন্দরে পা রেখেই ক্রিকেটাররা সবাই নিজেদের বাড়ি চলে গিয়েছেন। যেখানে তাঁরা ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকবেন। যদিও গেল মাসে নিউজিল্যান্ড থেকে ফিরে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হয়নি ক্রিকেটারদের।
এক মাসের জন্য শ্রীলঙ্কার ব্যাটিং পরামর্শক ইংল্যান্ডের বুন
১৬ মে ২৫
দেশের করোনা পরিস্থিতি আগের তুলনায় অবনতি হওয়ায় এবার ক্রিকেটারদের কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। এদিকে প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর ছুটি বাতিল করেছে বিসিবি। যে কারণে ক্রিকেটারদের সঙ্গে ডমিঙ্গোও দেশেও ফিরেছেন।
দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট ড্র করলেও দ্বিতীয় ম্যাচে হেরেছে বাংলাদেশ। মূলত শ্রীলঙ্কার বাঁহাতি এই স্পিনার প্রভীন জয়াবিক্রমার কাছেই হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে দুই ইনিংস মিলে ১১ উইকেট নিয়েছেন তরুণ এই স্পিনার।
এদিকে হোম কোয়ারেন্টাইন শেষে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন লঙ্কান সফরে থাকা ওয়ানডে দলের ক্রিকেটাররা। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে ২ মে থেকে শুরু হয়েছে অনুশীলন।