তিন ধাপ এগিয়েছেন তামিম, উন্নতি হয়েছে তাইজুল-মুশফিকদের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জেলা-বিভাগে ক্রিকেটে উন্নতি না করলে তার বোর্ডে আসা প্রয়োজন নেই: তামিম
৩ মে ২৫
প্রথম টেস্ট ড্র করতে পারলেও দ্বিতীয় ম্যাচে ২০৯ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে হারার ফলে সিরিজ হাতছাড়া করতে হয়েছে টাইগারদের। দলগতভাবে ভালো করতে না পারলেও আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তামিম ইকবাল-মুমিনুল হকদের।
প্রথম টেস্টের মতো দ্বিতীয় ম্যাচেও সেঞ্চুরি হাতছাড়া করতে হয়েছে তামিমকে। সিরিজের দ্বিতীয় টেস্টে ৯২ ও ২৪ রানের ইনিংস খেলার ফলে আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছে বাঁহাতি এই ওপেনার। ফলে ৩০ থেকে ২৭তম স্থানে ওঠে এসেছেন তিনি।

এর আগে প্রথম ইনিংসে ৯০ ও অপরাজিত ৭৪ রানের ইনিংস খেলে দুই ধাপ এগিয়ে ৩০ নম্বরে জায়গা করে নিয়েছিলেন তিনি। এদিকে দ্বিতীয় টেস্টে ৪৯ ও ৩২ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক মুমিনুল। এমন ইনিংসে এক ধাপ এগিয়ে ৩০তম স্থানে ওঠে এসেছেন বাংলাদেশের এই টেস্ট অধিনায়ক।
মিরাজ-তাইজুলের ব্যাটে বড় লিডে চোখ বাংলাদেশের
২৯ এপ্রিল ২৫
শ্রীলঙ্কার বিপক্ষে পুরো সিরিজে বড় কোনো ইনিংস খেলতে পারেননি মুশফিকুর রহিম। তবে দ্বিতীয় টেস্টের দুই ইনিংস মিলে ৮০ রান করেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ফলে একধাপ এগিয়ে ২১তম স্থানে ওঠে এসেছেন মুশফিক। এদিকে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেয়া তাইজুল ইসলাম বোলারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ২৩তম স্থানে ওঠে এসেছেন।
শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের মাঝে চার ধাপ এগিয়েছেন দিমুথ করুনারত্নে। দ্বিতীয় টেস্টে ১১৮ ও ৬৬ রানের ইনিংস খেলে ১১তম স্থানে ওঠে এসেছেন শ্রীলঙ্কার এই টেস্ট অধিনায়ক। এ ছাড়া নিরোশান ডিকওয়েলা, ওশাদা ফার্নান্দো ও লাহিরু থিরিমান্নেরও উন্নতি হয়েছে। বোলারদের মাঝে ১১ উইকেট নেয়া প্রভীন জয়াবিক্রমা ৪৮তম স্থানে জায়গা করে নিয়েছেন।
পাকিস্তান ও জিম্বাবুয়ের প্রথম টেস্ট শেষে ৩১ ধাপ এগিয়ে ৪৭তম স্থানে ওঠে এসেছেন ১৪০ রানের দুর্দান্ত ইনিংস খেলা ফাওয়াদ আলম। ব্যাটসম্যানদের মাঝে উন্নতি হয়েছে আবিদ আলি ও রেজিস চাকাভার।
বোলারদের মাঝে ২০তম স্থানে ওঠে এসেছেন প্রথম টেস্টে ৯ উইকেট নেয়া হাসান আলী। ২৬ ধাপ এগিয়ে ৫৫ নম্বরে জায়গা করে নিয়েছেন ব্লেসিং মুজারাম্বানি। এ ছাড়া বোলারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে শাহীন শাহ আফ্রিদি ও নওমান আলীদের।