promotional_ad

নিউজিল্যান্ডের হতাশা ভুলে ভালো শুরুর আশায় সৌম্য

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ছিটকে গেলেন সৌম্য, পাকিস্তান সিরিজের দলে মিরাজ

২০ ঘন্টা আগে
সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজ, বিসিবি

করোনাকালীন ক্রিকেটে ফিরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলেও নিউজিল্যান্ড সফরে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। কিউইদের বিপক্ষে ভালো করতে না পারলেও সেই হতাশা ভুলে যেতে চান সৌম্য সরকার। সেই সঙ্গে নতুন করে পারফর্ম করে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতে চান বাঁহাতি এই ব্যাটসম্যান।


বেশ কিছুদিন ধরেই সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের। আইসিসির ওয়ানডে সুপার লিগে ৬টি ম্যাচ খেললেও বাংলাদেশের জয় তিনটিতে। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ওয়ানডে সুপার লিগে দারুণ শুরু করলেও খেই হারায় নিউজিল্যান্ড সফরে গিয়ে। তবে লঙ্কানদের বিপক্ষে ঘরের মাঠে খেলা হওয়ায় বেশ আশাবাদী সৌম্য। ঘরের মাঠে সবাই ভালো করবে বলে বিশ্বাস করেন বাঁহাতি এই ব্যাটসম্যান।


এ প্রসঙ্গে সৌম্য বলেন, ‘বাংলাদেশের জন্য যেকোনো ম্যাচে গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ডের যেগুলো হয়ে গেছে ওগুলো নিয়ে চিন্তা করে লাভ নেই। সামনে থেকে চিন্তা করাই ভালো। তো সামনে শ্রীলঙ্কার সঙ্গে আমাদের যে ওয়ানডে সিরিজ আছে, সেখানে আগেরগুলো ভুলে গিয়ে নতুন করে পারফর্ম করে আবার হোম সিরিজ হোমেই থেকে যাবে। আমরা আশাবাদী যেসব প্লেয়ার হোম সিরিজে সবাই ভালো করবে।’


promotional_ad

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে মঙ্গলবার (৪ এপ্রিল) দেশে ফিরেছে বাংলাদেশ। প্রথম টেস্টে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে ২০৯ রানের ব্যবধানে হেরেছে মুমিনুল হকের দল। তবে ওয়ানডে দলে থাকা যারা টেস্ট সিরিজ খেলেছেন তারা নিজেদের শতভাগ দিতে পারলে ভালো কিছু হবে বলে মনে করেন সৌম্য।


আরো পড়ুন

৭ উইকেট নিয়ে প্রোটিয়াদের একাই ধসিয়ে দিলেন রাকিবুল, বিপর্যয়ে বাংলাদেশও

১৭ ঘন্টা আগে
৭ উইকেট ন নেয়ার পথে রাকিবুল হাসান, বিসিবি

তিনি বলেন, ‘সব সময়ই যখন আমরা মাঠে নামি জেতার জন্যই নামি। ম্যাচেও তার চেষ্টা করব আমরা। চেষ্টা থাকবে প্রথম ম্যাচ জেতার পর দ্বিতীয় ম্যাচ। আশা করবো যে তিনটি ম্যাচই আমরা খুব ভালোভাবে খেলবে এবং তার থেকে বড় কথা যে, মাঠে ক্রিকেট টা খুব ভালো। এবং সব দিকটা যেন সবার ভাল হয় এদিকে দৃষ্টি থাকবে। আমার মনে হয় যে শ্রীলঙ্কায় যারা টেস্ট ম্যাচ খেলেছে, যারা ব্যাটিং করেছে, বোলিং করেছে এখানে যদি ওভাবে বোলিংয়ের লাইন-লেংথ ঠিক করে বা ব্যাটিংয়ের সবকিছু শতভাগ দিতে পারে তাহলে সেটি ভালো হবে।’


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেললেও নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা সিরিজে পাওয়া যায়নি সাকিব আল হাসানকে। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে নিউজিল্যান্ড সফরে থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। এরপর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার জন্য শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও ছুটি নিয়েছিলেন তিনি।


গেল দুই সিরিজে না থাকলেও ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে দেখা যাবে সাকিবকে। সেই আইপিএলে দারুণ সময় কাটানো মুস্তাফিজুর রহমানও খেলবেন লঙ্কানদের বিপক্ষে। তাঁরা দুজন একসঙ্গে ফেরাটা দলের জন্য ভালো বলে মনে করেন সৌম্য। সেই সঙ্গে তিনি বিশ্বাস করেন যে, তাঁরা দুজন সিরিজে ভালো করবেন।


সৌম্য বলেন, ‘সাকিব ভাই ফিরলে সবসময়ই দুইটা (ব্যাটিং-বোলিং) দিকপাওয়া যায়, তো এইটা দলের জন্য বড় একটা সাইট। আর মুস্তাফিজকে আমরা দেখলাম যে আইপিএলে খুব ভালো ভালো করছে, তো অবশ্যই এটাও দলের জন্য অনেক ভালো হবে যে তারা একসাথে কামব্যাক করছে এবং দুজনেই অনেক ভালোভাবে সিরিজটা সম্পন্ন করবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball