বাড়তি চ্যালেঞ্জ থাকলেও সিরিজ জিততে চান সাইফউদ্দিন
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নাসুমের শেষের ঝলকে শিরোপার আশা বাঁচিয়ে রাখলো মোহামেডান
২৬ এপ্রিল ২৫
টেস্টের মতো সংক্ষিপ্ত ফরম্যাটেও সময়টা ভালো কাটছে না বাংলাদেশের। রঙিন পোশাকের ক্রিকেটে সর্বশেষ নিউজিল্যান্ড সফরে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। তবে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততে চান মোহাম্মদ সাইফউদ্দিন। সেই সঙ্গে আইসিসির ওয়ানডে সুপার লিগের পূর্ণ পয়েন্ট অর্জন করতে চান এই পেস বোলিং অলরাউন্ডার।
নিউজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজের মতো টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। দলীয় পারফরম্যান্সের মতো হতাশাজনক ছিল সাইফউদ্দিনের ব্যক্তিগত পারফরম্যান্সও। সিরিজের দুটি ম্যাচে সুযোগ পেলেও খুব একটা ভালো করতে পারেননি।

যদিও শ্রীলঙ্কার বিপক্ষে ভালো করতে বেশ প্রত্যয়ী এই পেস বোলিং অলরাউন্ডার। এদিকে সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ হারায় ঘরের মাঠে খেলা হলেও বাড়তি চ্যালেঞ্জ দেখছেন সাইফউদ্দিন। তবুও ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে সিরিজ জিততে ও ভালো করতে রোজা রেখে পরিশ্রম করছেন বলে জানিয়েছেন তিনি।
৭ উইকেট নিয়ে প্রোটিয়াদের একাই ধসিয়ে দিলেন রাকিবুল, বিপর্যয়ে বাংলাদেশও
১৬ ঘন্টা আগে
এ প্রসঙ্গে সাইফউদ্দিন বলেন, ‘নিউ জিল্যান্ড সিরিজে প্রত্যাশামতো পারফরম্যান্স করতে পারিনি আমরা। হোয়াইটওয়াশড হয়েছি। এটা আমাদের জন্য সত্যিই হতাশাজনক। ঘরের মাঠে যেহেতু শ্রীলঙ্কার সঙ্গে খেলা, অবশ্যই চেষ্টা করব এখান থেকে সিরিজ জয়ের জন্য। তারপর আমরা… রোজা রেখে অনেক কঠোর পরিশ্রম করছি, যেহেতু আমাদের সামনে খেলা আছে।’
তিনি আরও বলেন, ‘ইনশাল্লাহ আমরা আশাবাদী, যেহেতু আমরা কিছুদিন আগেও টেস্ট সিরিজে ওদের মাটিতে হেরে আসছি, এটা আমাদের জন্য বাড়তি একটা চ্যালেঞ্জ। আমরা যাতে দেশের মাটিতে ওয়ানডে সিরিজ জিততে পারি। যেহেতু আইসিসি সুপার লিগে পয়েন্টের একটা ব্যাপার আছে, চেষ্টা করব পয়েন্টগুলো অর্জনের জন্য।’
গেল কয়েকমাস দল হিসেবে ভালো করতে না পারলেও শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের শতভাগ দিতে চান সাইফউদ্দিন। সিরিজটি আইসিসির ওয়ানডে সুপার লিগের অংশ হওয়ায় পয়েন্ট অর্জন করাটা যে গুরুত্বপূর্ণ সেটাও জানিয়েছেন তিনি। লঙ্কানদের হারিয়ে নিজেদের পয়েন্টের ঝুলি ভারী করতে চান তিনি। যাতে করে বিশ্বকাপে খেলতে বাংলাদেশের অসুবিধা না হয়।
সাইফউদ্দিন বলেন, ‘বিগত কয়েকমাস আমরা প্রত্যাশা অনুযায়ী, দল হিসেবে খুব বেশি ভালো খেলতে পারছি না। আমাদের জন্য খুব প্রয়োজন এই সিরিজটি ভালো খেলা এবং আইসিসি সুপার লিগের পয়েন্টের ব্যাপার যেহেতু আছে, যেহেতু দেশের মাটিতে খেলা, প্রতিপক্ষ শ্রীলঙ্কা, অবশ্যই আমরা শতভাগ আমাদের সবাই চেষ্টা করব দল হিসেবে খেলে যেন সিরিজ জিততে পারি এবং যত পয়েন্ট অর্জন করতে পারি, পরবর্তীতে যেন আমাদের সুবিধা হয় বিশ্বকাপ খেলতে।’