কোয়ারেন্টাইনের ভেতর কোয়ারেন্টাইনে আছেন বাবর!

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন রানা
৩ ঘন্টা আগে
করোনা ভাইরাসের বৈশ্বিক সংক্রমণের মধ্যেই চলছে আন্তর্জাতিক ক্রিকেট। যদিও মানতে হচ্ছে নানা বিধি নিষেধ। ক্রিকেটারদেরও থাকতে হচ্ছে লম্বা সময় কোয়ারেন্টাইনে। অনেক ক্রিকেটার টানা কোয়ারেন্টাইনের ধকল সামলে উঠতে পারছেন না।
চলতি জিম্বাবুয়ে সিরিজে লম্বা কোয়ারেন্টাইনের পর পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের ব্যাটিংয়ে নামার অপেক্ষা বাড়িয়ে দিয়েছেন ওপেনাররা। ফলে লম্বা সময় তাকে ব্যাট প্যাড পড়ে বসে থাকতে হচ্ছে। পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার মনে করেন এ কারণেই স্নায়ুচাপে ভুগছেন বাবর।

এর প্রভাব পড়েছে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্ট সিরিজে। প্রথম টেস্টে বাবর আউট হয়েছেন প্রথম বলেই। সাদা পোশাকের ক্রিকেটে এটাই তাঁর প্রথম 'গোল্ডেন ডাক'। দ্বিতীয় টেস্টে বাবর ফিরেছেন মাত্র ২ রান।
‘বাজবল’ এর হারানো গৌরব ফেরাতে চান ম্যাককালাম
৪ ঘন্টা আগে
বাবরের এমন পারফরম্যান্সের ব্যাখ্যা করে শোয়েব বলেছেন, 'দুশ্চিন্তার ব্যাপার বাবর আজমকে নিয়ে, সে রান করছে না। এই দলের (জিম্বাবুয়ে) বিপক্ষে, তাকে নিজের ব্যাটিংয়ের জন্য লম্বা সময় অপেক্ষা করতে হচ্ছে। কারণ ওপেনাররা রান করছে, এরপর আজহার আলি লম্বা ইনিংস খেলছে। বাবরকে এই সময়টায় প্যাড পরে প্রস্তুত থাকতে হচ্ছে, যা টেস্ট ক্রিকেটের সবচেয়ে ভালো ও সবচেয়ে খারাপ দিক।'
বাবরের এই সমস্যাকে কোয়ারেন্টাইনের ভেতর কোয়ারেন্টাইন বলে মন্তব্য করেছেন পাকিস্তানের এই সাবেক পেসার। তিনি বলেন, 'এই সময়টায় বসে থাকতে হয়, মনোযোগ দিয়ে খেলা দেখতে হয়, বেশি কথাও বলা যায় না। মূলত তাই বলা যায়, কোয়ারেন্টাইনের ভেতর কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। এই সিরিজে বাবরের অন্তত ৩০০-৪০০ রান করা উচিত ছিল।'
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ম্যারাথন জুটি গড়েচেহ্ন আবিদ আলী ও আজহার আলী। এই দুজনে ব্যাটিং করেছেন ৭৫ ওভার। সেঞ্চুরি তুলে নিয়েছেন দুজনই। তাদের জুটি থেমেছে ২৩৬ রানের। প্রথম টেস্টে তারা যোগ করেছিলেন ১১৫ রান। এর মধ্যে খেলে ফেলেছিলেন ৪৬ ওভার। লম্বা সময় পর তাই ব্যাটিংয়ে নেমে হতাশ করেছেন বাবর।