promotional_ad

বাংলাদেশ সিরিজে নেই ফার্নান্দো, করোনা আক্রান্ত ২ অলরাউন্ডার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার জন্য আগামী ১৬ মে বাংলাদেশ সফরে আসবে বাংলাদেশ। যা আইসিসি ওয়ানডে সুপার লিগের অন্তর্ভুক্ত। এদিকে বাংলাদেশে আসার আগে করোনা আক্রান্ত হয়েছেন প্রাথমিক স্কোয়াডে থাকা শ্রীলঙ্কার দুই ক্রিকেটার।


বাংলাদেশ সফরে আসার আগে প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটারদের করোনা পরীক্ষা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। যেখানে ফলাফল কোভিড পজেটিভ এসেছে দুই অলরাউন্ডার ধনাঞ্জয়া লক্ষণ এবং ইশান জয়ারত্নে।


promotional_ad

করোনা আক্রান্ত হওয়ার পর কোয়ারন্টাইনে রয়েছেন শ্রীলঙ্কার তরুণ এই দুই অলরাউন্ডার। ফলে বাংলাদেশ সফরের প্রাথমিক স্কোয়াডে থাকলেও দলের সঙ্গে আসা হচ্ছে না তাঁদের।


এর আগে গেল করোনা আক্রান্ত হয়েছিলেন শিরান ফার্নান্দো। তবে করোনা থেকে সুস্থ হয়েছেন তিনি। সেই সঙ্গে গেল ৮ মে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন শেষ হয়েছে তরুণ এই পেসারের। ফলে বাংলাদেশ আসতে আর কোনো সমস্যা থাকছে না ফার্নান্দোর।


এদিকে ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে না পারায় বাংলাদেশে আসা হচ্ছে না উদ্বোধনী ব্যাটসম্যান আভিস্কা ফার্নান্দোর। ইনজুরি কাটিয়ে ফিরলেও ফিটনেস টেস্টে পাশ করতে পারেননি তিনি। এর আগে ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ মিস করেছেন এই ব্যাটসম্যান।


আগামী ১৬ মে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা। বাংলাদেশে পা রাখার পর তিনদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে তাঁদের। জৈব সুরক্ষা বলয়ের মধ্যে সিরিজের সবকটি ম্যাচ হবে দিবা রাত্রির। ২৩, ২৫ ও ২৮ মে হবে ওয়ানডে তিনটি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball