promotional_ad

দুর্নীতির অভিযোগ থেকে মুক্ত গুনাবর্ধনে

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আভিশকা গুনাবর্ধেনে এখন মুক্ত। স্বাধীন একটি দুর্নীতি দমন ট্রাইব্যুনাল রায় দিয়েছে তার পক্ষে। ফলে দুর্নীতির অভিযোগ থেকে মুক্ত হয়েছেন সাবেক এই লঙ্কান ক্রিকেটার। দুই বছর আগে গুনাবর্ধনের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী বিধি ভাঙার অভিযোগ করেছিল আমিরাত ক্রিকেট বোর্ড।


এরপরই তাকে কোচিংয়ের দায়িত্ব থেকে সরিয়ে দেয় শ্রীলঙ্কা ক্রিকেট।অভিযোগ ওঠার পর থেকে সাময়িক নিষেধাজ্ঞায় ছিলেন গুনাবর্ধনে। অবশ্য শুরু থেকেই নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন তিনি। ট্রাইব্যুনালের রায়েও সেটাই প্রমাণিত হয়েছে এবার।


promotional_ad

শ্রীলঙ্কা ‘এ’ দল ও ইমার্জিং দলের কোচ হিসেবে কাজ করেছেন তিনি। অনেক ক্রিকেটারের ক্যারিয়ার গড়ে তোলার পেছনে ইতিবাচক প্রভাব ছিল সাবেক এই লঙ্কান ব্যাটসম্যানের। 


বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এখন থেকে ক্রিকেটের সব ধরনের কার্যক্রমে অংশ নিতে পারবেন গুনাবর্ধনে।


শ্রীলঙ্কার হয়ে ৬ টেস্ট ও ৬১ ওয়ানডে খেলেছেন গুনাবর্ধনে। ২০১৯ সালের মে মাসে দুর্নীতির দুটি ধারা ভাঙার অভিযোগ উঠে তার বিপক্ষে।


যার একটি- দুর্নীতি বিরোধী বিধি ভাঙার উপযাচক, উদ্দীপক হিসেবে কাজ করা বা ভাঙতে প্রবৃত্ত করতে সরাসরি বা পরোক্ষভাবে কাজ করা।  আরেকটি- অন্যায় প্রস্তাব পেয়েও দুর্নীতি বিরোধী ইউনিটকে বিস্তারিত না জানানো।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball