শ্রীলঙ্কা সিরিজে নেই কুক-গিবসন, কারণ ব্যাখ্যা করলেন আকরাম

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কলকাতার নতুন সহকারী কোচ গিবসন
৮ মার্চ ২৫
আগামী ২৩ মে থেকে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। যেখানে পুরো সিরিজে থাকছেন না টাইগারদের পেস বোলিং কোচ ওটিস গিবসন ও ফিল্ডিং কোচ রায়ান কুক। এটা অবশ্য অনেকটা পুরোনো খবর।
কিন্তু সিরিজ চলাকালীন বিদেশি এই দুই কোচকে কেন ছুটি দেয়া হয়েছে সেটির ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। যেখানে তিনি জানিয়েছেন, মূলত মানবিক ও পেশাদারিত্বের কারণেই তাঁদের ছুটি মঞ্জুর করা হয়েছে।

পারিবারিক কারণে শ্রীলঙ্কা সফর শেষেই ইংল্যান্ডে পাড়ি জমিয়েছেন গিবসন। যিনি কিনা দুই মাস আগে ছুটি চেয়ে বিসিবির কাছে চিঠি দিয়েছিলেন। যে কারণে তাঁর ছুটি মঞ্জুর করে দেশটির ক্রিকেট বোর্ড। এদিকে স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছেন ফিল্ডিং কোচ কুক। তাঁর স্ত্রীর শারীরিক অবস্থা ভালো না হওয়ায় ছুটির আবেদন করেন তিনি।
ফলে মানবিক দিক বিবেচনা করে কুকেরও ছুুটি মঞ্জুর করে বিসিবি। শ্রীলঙ্কা থেকে সরাসরি দক্ষিণ আফ্রিকায় যাওয়ার কথা থাকলেও পরিবর্তিতে বাংলাদেশ হয়ে দেশে ফিরেছেন তিনি। এদিকে একাডেমি ও হাই পারফরম্যান্স ইউনিটের স্টাফ থাকায় এটি মানিয়ে নিতে পারবেন বলে মনে করেন আকরাম।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ প্রসঙ্গে আকরাম বলেন, ‘গিবসনের এটা দুই মাস আগেই আমাদের চিঠি দিয়ে রেখেছে। আর কুক মানে আমাদের ফিল্ডিং কোচের ব্যাপারটা, সে কিন্তু প্রথমে যখন ওর স্ত্রীর তারিখ আসছে তখন কিন্তু শ্রীলঙ্কা থেকে সে যাওয়ার কথা ছিল। তারপর আমরা বলেছি দেখো যেহেতু আমাদের সিরিজ আছে, তাহলে যদি তুমি থাকো।’
তিনি আরও বলেন, ‘তারপর স্ত্রীর সঙ্গে কথা বলে শ্রীলঙ্কা থেকে দক্ষিণ আফ্রিকায় না গিয়ে দেশে আসছে সিরিজের জন্য। কিন্তু ওর স্ত্রী এখন সিরিয়াস অবস্থায় আছে। এখানে বরং আপনি যদি ছুটি না দেন তাহলে কিন্তু অপেশাদার। সুতরাং এই জিনিসটা তো চিন্তা করতে হবে। আমাদের মনে করেন দলের স্টাফ তো কম না। একাডেমির আছে, হাই পারফরম্যান্স আছে আমরা মানিয়ে নেব।’
এদিকে শ্রীলঙ্কা সিরিজ দিয়েই বাংলাদেশ অধ্যায় শেষ হতে পারে প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর। সম্প্রতি গণমাধ্যমে এমন গুঞ্জন চড়াও হয়েছে। যদিও আকরাম এ বিষয়টি নিয়ে খোলাসা করেননি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা তো বোর্ডের সিদ্ধান্ত, আমি তো জানি না। আমি তো একা বোর্ডে নাই, অনেকে আছে। কিন্তু যদি এই ধরনের কথা কেউ বলে তাহলে তাদেরকে জিজ্ঞেস করা ভালো।’