সেরা খেলোয়াড়রা ফিরলে দলের জন্যই ভালো, সাকিবের ফেরা প্রসঙ্গে নান্নু
ছবি: বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের বিপক্ষে সিরিজ নিয়ে ‘উচ্ছ্বসিত’ সাকিব
১ ঘন্টা আগে
ছুটি কাটিয়ে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ফিরেছেন সাকিব আল হাসান। বুধবার (২০ মে) লঙ্কানদের বিপক্ষে ঘোষিত ১৫ সদস্যের দলে রাখা হয়েছে টাইগার এই অলরাউন্ডারকে। সাকিব কিংবা তাঁর মতো সেরা খেলোয়াড়েরা ফিরলে সেটা দলের জন্যই ভালো বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নিয়েছিলেন সাকিব। যে কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে পুরো সিরিজেই দেখা যায়নি সময়ের অন্যতম সেরা এই অলরাউন্ডারকে। কিউই সিরিজের পর টেস্ট সিরিজ খেললেও কোনো ওয়ানডে খেলা হয়নি বাংলাদেশের।

চলতি বছরের জানুয়ারিতে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলতে নেমেছিলেন সাকিব। যে কারণে প্রায় চার মাস পর ওয়ানডে দলে ফিরেছেন তিনি। তাঁর ফেরাটা দলের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন নান্নু। সেই সঙ্গে শ্রীলঙ্কার বিপক্ষে ভালো একটি সিরিজের প্রত্যাশা করছেন বিসিবির এই নির্বাচক।
৭ উইকেট নিয়ে প্রোটিয়াদের একাই ধসিয়ে দিলেন রাকিবুল, বিপর্যয়ে বাংলাদেশও
১৬ ঘন্টা আগে
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নান্নু বলেন, ‘সাকিব বা সেরা খেলোয়াড়রা দলে পেলে দল ভালো থাকে। অনুশীলন ম্যাচে তারা খেলেছে। সবাই যদি আত্মবিশ্বাসী থাকে, তাহলে আশা করি খুব ভালো হবে। আমরা একটি ভালো সিরিজের প্রত্যাশা করছি।’
ঘরের মাঠে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলেছে বাংলাদেশ। যেখানে তামিম ইকবালের দলের কাছে পাত্তা পায়নি ক্যারিবীয়রা। নিজেদের ঘরের মাঠে খেলা হওয়ায় বেশ আত্মবিশ্বাসী। নান্নু মনে করছেন, ওয়েস্ট ইন্ডিজের মতো শ্রীলঙ্কা সিরিজও ভালো হবে।
নান্নু বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের সাথে আমরা ভালো ওয়ানডে সিরিজ খেলেছি। তিন শূন্যতে জিতেছি। সেই ধারাবাহিকতা রক্ষা করার তাগিদে আমরা খুব বেশি পরিবর্তন আনিনি। মোটামুটি সবাই দলে আছে। আশা করি শ্রীলঙ্কার বিপক্ষেও আমরা ভালো করবো।’
তিনি আরও বলেন, ‘ঘরের মাঠে সিরিজে আমরা সব সময়ই ভালো ক্রিকেট খেলে। এই সিরিজেও তাই হবে আশা করি। নিউজিল্যান্ডে ভালো করতে পারিনি। কিন্তু ঘরের মাঠে খেলোয়াড়রা আত্মবিশ্বাসী আছে। আমরাও আত্মবিশ্বাসী।’