আমরা বাংলাদেশকে হারাতেই এসেছি: উদানা

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
এক মাসের জন্য শ্রীলঙ্কার ব্যাটিং পরামর্শক ইংল্যান্ডের বুন
১৬ মে ২৫
২০২৩ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে নতুন করে দল সাজাতে শুরু করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। যে কারণে সিনিয়রদের রেখে বাংলাদেশে তারুণ্য নির্ভর দল পাঠিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। তারুণ্য নির্ভর দল নিয়ে আসলেও নিজেদের হারানোর কিছু নেই বলে মনে করেন ইসুরু উদানা।
গেল কয়েক বছর ধরে সাদা পোশাকের ক্রিকেট কিংবা টি-টোয়েন্টি ফরম্যাটে সুবিধা করতে না পারলেও ওয়ানডেতে ভালো করছে বাংলাদেশ। বিশেষ করে ঘরের মাঠে বড় দলগুলোর বিপক্ষেও দারুণ করছে বাংলাদেশ।

সম্প্রতি নিউজিল্যান্ড সফরে হোয়াইটওয়াশ হলেও বাংলাদেশকে সমীহ করছেন উদানা। সেই সঙ্গে অভিজ্ঞ এই পেসার মনে করিয়ে দিয়েছেন যে, বাংলাদেশ দলে বেশ কয়েকজন দারুণ ক্রিকেটার রয়েছে। তবে ঘরের মাঠে বাংলাদেশ বিপদজনক দল হলেও নিজেদের সেরাটা দিতে চান বাঁহাতি এই পেসার।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে উদানা বলেন, ‘সত্যি বলতে বাংলাদেশ দলে বেশ কয়েকজন সুপারস্টার আছেন। বিপরীতে আমরা তরুণ দল নিয়ে এসেছি কিন্তু আমাদের হারানোর কিছু নেই। আমরা এখানে ওদের (বাংলাদেশ) হারাতে এসেছি। তাই আমরা নিজেদের সেরাটা দিতে চাই। কারণ বাংলাদেশ নিজেদের মাঠে খুবই বিপদজনক।’
উদানার জন্য বাংলাদেশের মাঠ একেবারে অচেনা নয়। বেশ কয়েকবারই বাংলাদেশের মাটিতে খেলতে এসেছেন বাঁহাতি এই পেসার। বিশেষ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বেশ কয়েকটি মৌসুম খেলেছেন তিনি। নির্দিষ্ট দিনে জিততে হলে নিজেদের সেরাটা দেয়ার বিকল্প দেখছেন না উদানা।
তিনি বলেন, ‘আমি এখানে ৪-৫ মৌসুম বিপিএল খেলেছি। সেদিক থেকে আমার অভিজ্ঞতা আছে এখানে খেলার। কিন্তু নির্দিষ্ট দিনে কোন ম্যাচ জিততে হলে সেরাটা দিতে হয়। আমরা এখন সেই পরিকল্পনা নিয়ে এগোচ্ছি।’