নিজে ভালো করে দলের ভালো করতে চান মোসাদ্দেক
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ডট বলের মন্ত্রেই সফল মোসাদ্দেক
৬ এপ্রিল ২৫
নিউজিল্যান্ড সফরের মতো শ্রীলঙ্কা সিরিজের দলেও রয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। মূল সিরিজের স্কোয়াডে জায়গা পেলেও একাদশে সুযোগ পেতে কাঠখড় পোড়াতে হবে এই অলরাউন্ডারকে। তবে মূল একাদশে সুযোগের অপেক্ষায় রয়েছেন তিনি।
সেই সঙ্গে লঙ্কানদের বিপক্ষে একাদশে সুযোগ পেলে নিজে ভালো করতে চান এই স্পিন বোলিং অলরাউন্ডার। নিজে ভালো করলে সেটা দলের ভালো হবে বলে জানান মোসাদ্দেক। এ ছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের ফলাফল নিজেদের পক্ষে আসা উচিত বলে মনে করছেন তিনি। সেটার ব্যাখা করতে গিয়ে মোসাদ্দেক জানিয়েছেন, দলের সবাই রয়েছেন এবং ক্রিকেটাররা সবাই ভালো টাচে রয়েছেন।

এ প্রসঙ্গে মোসাদ্দেক বলেন, ‘আসলে যখনই দলে থাকি চেষ্টা করি নিজের জন্য ভালো খেলার। নিজে ভালো খেললে আল্টিমেটলি দলের জন্য ভালো খেলা হয়ে যায়। এবারও সুযোগ পেলে চেষ্টা করবো ভালো কিছু করার জন্য। আর দলে আমার যে কাজটা থাকবে চেষ্টা করবো সেটা করার জন্য।’
৭ উইকেট নিয়ে প্রোটিয়াদের একাই ধসিয়ে দিলেন রাকিবুল, বিপর্যয়ে বাংলাদেশও
১৬ ঘন্টা আগে
তিনি আরও বলেন, ‘আসলে ফলাফল অবশ্যই খুব ভালো হওয়া উচিৎ এবং আমাদের পক্ষে থাকা উচিৎ। কারণ সবাই জানে এ ফরম্যাটটায় আমরা কতটা ভালো দল। সবচেয়ে ভালো দিক হল আমাদের দলের বাইরে ছিল যারা সবাই এখন দলের সঙ্গে আছে। সবাই খুব ভালো টাচের মধ্যে আছে। এটা দলের জন্য ভালো দিক। অবশ্যই সিরিজটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখান থেকে আমি অবশ্যই ভালো কিছু আশা করি।’
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শুরুর আগে বিকেএসপিতে নিজেদের মাঝে দুই দলে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশের ক্রিকেটাররা। যেখানে দাপট দেখিয়েছেন দুই দলের ব্যাটসম্যানরা। আগে ব্যাট করতে নেমে বিসিবি সবুজ দলের হয়ে মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রু ও সৌম্য সরকাররা হাফ সেঞ্চুরি তুলে নিয়েছিলেন।
২৮৫ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে তামিম ইকবালের ঝড়ো ৮০ ও মুশফিকুর রহিমের হাফ সেঞ্চুরিতে ৫ উইকেটের জয় পেয়েছে বিসিবি লাল দল। মূল সিরিজে খেলতে নামার আগে ব্যাটসম্যানদের প্রস্তুতিটা ভালোই হয়েছে বলে জানিয়েছেন মোসাদ্দেক। সেই সঙ্গে বোলারদের জন্য প্রস্তুতিটা ভালো হয়েছে বলে দাবি করেন তিনি।
মোসাদ্দেক বলেন, ‘অনুশীলন ম্যাচ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আমি মনে করি ব্যাটসম্যানদের জন্য বেশি ভালো হয়েছে। দুইদিন পর আমাদের আন্তর্জাতিক ম্যাচ। তার আগে আত্মবিশ্বাস নিয়ে গেছে এখান থেকে। বোলারদের জন্যও আসলে ভালো হয়েছে যে ভালো উইকেটে কিভাবে বল করতে হয় আর গরমের মধ্যে বল করাটাও চ্যালেঞ্জিং হয়ে যায়। এ জায়গা থেকে আমি বলবো যে বোলারদের জন্য ভালো একটা অনুশীলন ছিল।’