সৌম্য-লিটনের ব্যাটে তাকিয়ে তামিম
.jpg)
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘আমাদের আরো শিখতে হবে’, সিরিজ হারের পর লিটন
২২ মে ২৫
দারুণ সম্ভাবনা নিয়ে ক্যারিয়ার শুরু করলেও মাঝপথে এসে অনেকটা খেই হারিয়ে ফেলেছেন লিটন দাস ও সৌম্য সরকার। গেল কয়েকবছর ধরে এক সিরিজ ভালো খেললে পরের সিরিজে নিজেদের হারিয়ে খুঁজেন তাঁরা দুজন। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে তাঁরা দুজন সামনে থেকে দলকে নেতৃত্ব দেবেন বলে চাওয়া তামিম ইকবালের।
গেল বছর ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ সময় পার করেছিলেন লিটন। যেখানে তিন ম্যাচের দুইটিতেই সেঞ্চুরির দেখা পেয়েছিলেন ডানহাতি এই ওপেনার। তবে এরপর থেকে জাতীয় দলের হয়ে নিজেকে মেলে ধরতে পারছেন না। করোনাকালীন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দারুণ ব্যাটিং করলেও জাতীয় দলে এসে ব্যর্থ তিনি।

এরপর চলতি বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও ছিলেন ব্যর্থ। যার ষোলকলা পূর্ণ করেছেন নিউজিল্যান্ড সফরে গিয়ে। সর্বশেষ ৬ ওয়ানডের কোনটিতেই হাফ সেঞ্চুরির দেখা পাননি এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। এদিকে সৌম্য একটি করে হাফ সেঞ্চুরি পেলেও পরের কয়েক ম্যাচে নিজেকে মেলে ধরতে পারেন না।
ছিটকে গেলেন সৌম্য, পাকিস্তান সিরিজের দলে মিরাজ
২০ ঘন্টা আগে
যার ফলে ভুগতে হচ্ছে বাংলাদেশ দলকেও। তবে তাঁদের দুজনের সঙ্গে মেহেদী হাসান মিরাজকে মেলাতে চান না তামিম। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মনে করেন, ‘মিরাজ ভালো কিছু করেই দলে রয়েছে। সেটা তাঁর আইসিসি ওয়ানডে র্যাঙ্কিং দেখলেই বোঝা যায়।
ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে তামিম বলেন, ‘এদের মাঝে কি মিরাজও আছে? মিরাজ কিন্তু ওয়ানডে র্যাঙ্কিংয়ে এখন ৫ নম্বর বোলার। খুব বেশি বাংলাদেশী বোলার- একজন-দুজন ছাড়া- কিন্তু শীর্ষ দশে ছিল না। সে নিশ্চয়ই খুব ভাল কিছু করছে, যে কারণেই সে ৫ নম্বর। অন্য যে দুজন- লিটন-সৌম্য- আমি অবশ্যই বলব যে আমার আশা তারা এ সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবে। আমার ধারণা এ দুজনের অনেক বেশি সম্ভাবনা আছে, তাদেরকে এখন ডেলিভার করতে হবে।’
তিনি আরও বলেন, ‘এটাও বলছি না, তারা কিছু করে নাই, কিছু তো করেছেই। তবে তাদের কাছ থেকে যদি আরও বড় কিছু আসে, এটা দলের জন্য এর থেকে ভাল কিছু হতে পারে না। আপনি-আমি সবাই জানি, সৌম্য-লিটন কেমন, যদি অমন দুই-একটা বড় পারফরম্যান্স এই সিরিজে পাই, তাহ???ে জীবনটা সহজ হয়ে যায় আরকি।