promotional_ad

কেন্দ্রীয় চুক্তিতে স্বাক্ষর করতে শ্রীলঙ্কার ক্রিকেটারদের অস্বীকৃতি

বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

এক মাসের জন্য শ্রীলঙ্কার ব্যাটিং পরামর্শক ইংল্যান্ডের বুন

১৬ মে ২৫
শ্রীলঙ্কার ক্রিকেটে যুক্ত হয়েই কাজ শুরু করে দিয়েছেন টিম ‍বুন, এসএলসি

শ্রীলঙ্কার ক্রিকেটারদের বার্ষিক কেন্দ্রীয় চুক্তি তৈরির ক্ষেত্রে নতুন এক পয়েন্ট পদ্ধতি চালু করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করার পরও সেই চুক্তিতে সাক্ষর করেননি শ্রীলঙ্কার ক্রিকেটাররা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন খেলোয়াড়দের প্রতিনিধি আইনজীবী নিশান সিডনি প্রেমাথিরত্নে।


বর্তমানে ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আছে শ্রীলঙ্কা। যেখানে দলের সঙ্গে থাকা কোন ক্রিকেটারই নতুন বার্ষিক চুক্তিতে এখনও স্বাক্ষর করেননি। এই সফরে তারা খেলছেন কেবলই সফরভিত্তিক চুক্তিতে।


promotional_ad

গেল মাসে বার্ষিক কেন্দ্রীয় চুক্তির নিয়মে বদল আনে এসএলসি। নতুন চুক্তির নিয়মে সর্বশেষ দুই বছরে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স, সার্বিক ফিটনেস, শৃঙ্খলা, দলে অবদান, পেশাদারিত্ব, নেতৃত্ব এরকম কয়েকটি শর্ত যুক্ত করা হয়েছে।


দেশটির ক্রিকেট বোর্ডের নিয়ম পরিবর্তনের পরই বিদ্রোহ করে বসে শ্রীলঙ্কার ক্রিকেটারা। এমনকি ক্রিকেটাররা একযোগে অবসরের হুমকিও দিয়েছেন। যেখানে তাঁরা বলেছেন নতুন পয়েন্ট পদ্ধতি ক্রিকেটারদের কাছে পরিষ্কার না করলে একযোগে অবসর নেবেন।


নতুন নিয়মে সবচেয়ে বেশি বিপাকে পড়তে হয়েছে দলের সিনিয়র ক্রিকেটারদের। যেখানে আগের চুক্তিতে অনুযায়ী বার্ষিক ১ লাখ ৩০ হাজার ডলার পারিশ্রমিক পেতেন অ্যাঞ্জেলো ম্যাথুস। কিন্তু নতুন চুক্তিতে তিনি কেবল টেস্টের জন্য বিবেচিত হওয়ায় তাঁর পারিশ্রমিক কমেছে ৫০ হাজার ডলার।


এদিকে ৩০ হাজার ডলার পারশ্রমিক কমছে টেস্ট দলের অধিনায়ক দিমুথ করুনারত্নেরও। তবে পারিশ্রমিক বেড়েছে তরুণ ক্রিকেটারদের। যে তালিকায় রয়েছেন পাথুম নিশানকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও লাসিথ এম্বুলদেনিয়ার মতো ক্রিকেটাররা। আর নতুন চুক্তিতে সর্বোচ্চ ক্যাটাগরিতে থাকা নিরোশান ডিকওয়েলা ও ধনঞ্জয়া ডি সিলভার পারিশ্রমিক ধরা হয়েছে ১ লাখ ডলার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball